close

লাইক দিন পয়েন্ট জিতুন!

সবুর খানের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদ

Anamul Kabir avatar   
Anamul Kabir
****

গত ২৭ এপ্রিল রবিবার ফেইসবুক পেইজ দৈনিক প্রতিবাদী কন্ঠস্বর পোর্টালে প্রকাশিত ডাকাতির ঘটনায় শহিদুল ইসলাম মানিক কে মিথ্যা মামলা দিয়ে হয়রানি। মানববন্ধনে অংশগ্রহণকারী কামাল খলিফাকে ষড়যন্ত্র করে এলাকা ছাড়া করা হয়েছে । শহিদুল ইসলাম মানিকের সাথে আমার জমি জমা নিয়ে বিরোধ প্রকৃতপক্ষে তার এবং তার পরিবারের সাথে আমার কোন জমি জমা সহ কোন  প্রকার বিরোধ নেই। উল্লেখ করা হয়েছে আমি তাকে ষড়যন্ত্র করে মামলায় ফাঁসিয়েছি কিন্তু মামলার বাদী আসামি মানিককে শনাক্ত করে তাকে এক নম্বর আসামি করেছেন এ বিষয়ে আমি কিছুই জানিনা এবং এর সাথে আমার কোন সম্পর্ক নেই। আবার উল্লেখ করা হয়েছে এ বিষয়ে মানববন্ধনে কামাল অংশগ্রহণ করায় আমি তাকে ষড়যন্ত্র করে এলাকা ছাড়া করেছি এ বিষয়টির সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন আসলে কামাল কিছুদিন পূর্বে শিয়ালকাঠী মসজিদে মাহফিলে ভাড়া করা মাইকের  সেট চুরি করে এবং শফি ঘরামির বাড়িতে  চুরি করে সেই চুরির স্বর্ণালংকার তার কাছ থেকে উদ্ধার করা হয় প্রকৃতপক্ষে কামাল নিজের অপকর্ম ঢাকতে লোক লজ্জার ভয়ে নিজেই এলাকা ছেড়েছে এ বিষয়ে আমার কিংবা আমার পরিবারের কোন লোকের সখ্যতা নেই। আরো উল্লেখ করা হয়েছে আমি জমি দখল, টেন্ডারবাজি, চাঁদাবাজি, নারী ব্যবসায়ী ও মাদক ব্যবসায় জড়িত। আসলে আমি তিনবার জনগণের ভালোবাসায় মেম্বার নির্বাচিত হয়েছি আমি এলাকায়  থাকতে পারিনি  আমাকে জনগণ ভালোবেসে তারাই নির্বাচিত করেছে আমি প্রকৃতপক্ষে একজন ব্যবসায়ী আমি মেসার্স খান ট্রেডার্স এর স্বত্বাধিকারী মূলত বিএনপি'র রাজনীতি করাই মনে হয় আমার অপরাধ। আমার বিরুদ্ধে যে অভিযোগগুলো করা হয়েছে যদি কেউ প্রমাণ করতে পারে কিংবা কোন ব্যক্তি যদি বলতে পারে আমি মুচলেকা দিতে রাজি জীবনে আর কোনদিন রাজনীতি করবো না। আমার মান সম্মান নষ্ট করা এবং রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন  করার চেষ্টায় আমার কিছু প্রতিপক্ষের লোকজন এই মিথ্যা অপচেষ্টা চালাচ্ছে আমি ওর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
মোঃ সবুর খান
যুগ্ম সম্পাদক বানারীপাড়া উপজেলা বিএনপি, সিনিয়ার  যুগ্ন আহবায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল, বরিশাল জেলা শাখা।

Комментариев нет