close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

স্বপ্নের নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জামায়াত আমিরের

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
আমরা যেন সবাই মিলে স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে পারি"—এমনই আশা ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. মো. শফিকুর রহমান। তিনি বলেন, বাংলাদেশ আমাদের সব
আমরা যেন সবাই মিলে স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে পারি"—এমনই আশা ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. মো. শফিকুর রহমান। তিনি বলেন, বাংলাদেশ আমাদের সবার জন্মভূমি, যেখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই মিলেমিশে বসবাস করছি। আল্লাহ তায়ালা আমাদের এই লক্ষ্য অর্জনের তৌফিক দিন। আজ বৃহস্পতিবার সকাল সোয়া ৮টার দিকে মাগুরার একটি জনসভায় যাওয়ার পথে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের মধুখালীতে আখচাষি কল্যাণ ভবনের সামনে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন। উপজেলা ও পৌর জামায়াতের উদ্যোগে এই পথসভায় উপস্থিত সবার উদ্দেশে তিনি ছাদখোলা গাড়িতে দাঁড়িয়ে বক্তব্য দেন। তিনি আরও বলেন, "আপনারা সকাল সকাল ভালোবাসার টানে এখানে উপস্থিত হয়েছেন। এই ভালোবাসা শুধু প্রিয় দেশের জন্য নয়, মানবতার জন্য এবং সর্বোপরি মহান আল্লাহ তায়ালার জন্য। আমি আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি আপনাদের এই ভালোবাসাকে কবুল করুন।" পথসভায় সভাপতিত্ব করেন মধুখালী উপজেলা জামায়াতের আমির মাওলানা আলীমুজ্জামান। এছাড়াও বক্তব্য রাখেন বোয়ালমারী পৌর জামায়াতের আমির মাওলানা নিয়ামুল হাসান, মাওলানা রেজাউল করীম এবং কামাল হোসেন। এ সময় মধুখালী, বোয়ালমারী, রাজবাড়ী জেলার বালিয়াকান্দি এবং আশপাশের এলাকার কয়েকশ নেতাকর্মী উপস্থিত ছিলেন। পথসভা শেষে জামায়াত আমির মাগুরা জেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখার উদ্দেশ্যে রওনা দেন।
No comments found


News Card Generator