মুকসুদপুর পৌর আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ
মোঃ মামুন মোল্লা মুকসুদপুর প্রতিদিন
মুকসুদপুর পৌর আওয়ামী লীগের দুই নেতা দলীয় কার্যক্রম থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিয়েছেন। তারা হলেন— মুকসুদপুর পৌর আওয়ামী লীগের সদস্য ও পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার মো. জাকির হোসেন মিয়া এবং পৌর ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি বলরাম সরকার।
সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় মুকসুদপুর প্রেসক্লাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা তাদের পদত্যাগের ঘোষণা দেন। এ সময় তারা জানান, শারীরিক অসুস্থতার কারণে দলীয় সব ধরনের কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
তারা আরও বলেন, ব্যক্তিগত স্বার্থে নয়, বরং শারীরিক সীমাবদ্ধতার কারণেই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।
close
ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!
Tidak ada komentar yang ditemukan



















