close

লাইক দিন পয়েন্ট জিতুন!

স্বামীর মৃত্যুর পর থেকেই সামান্য কাঁঠাল বিক্রি করে এক টানে ৬ মাস জীবিকা নির্বাহ করে যাচ্ছেন মোছাঃ আলেফা বেগম।..

Shahin Khan avatar   
Shahin Khan
স্বামীর মৃত্যুর পর থেকেই সামান্য কাঁঠাল বিক্রি করে এক টানে ৬ মাস জীবিকা নির্বাহ করে যাচ্ছেন মোছাঃ আলেফা বেগম।..

মোছাঃ আলেফা বেগম এর স্বামীর মৃত্যুর পর যা যা ঘটলো 

 

রংপুরের পীরগঞ্জ উপজেলার জামদানী গ্রামের মোঃ চান্দু মিয়ার স্ত্রী মোছাঃ আলেফা বেগম বয়স (৫০) । 

 

আলেফা বেগম এর তিনটি সন্তান ছিলো এক সময় এখন বলতে গেলে আলেফা বেগম এর মাত্র একটা সন্তান রয়েছে ।

 

মোছাঃ আলেফা বেগম এর তিনটি সন্তান এর মধ্যে প্রথম পুত্র ছোট্ট বেলায় মা*রা যায়। আর দুই কন্যার মধ্যে এক কন্যার মৃত্যু হয় ২০০২৩ সালে কিডনি রোগে। 

 

আর এক কন্যা সন্তান রয়েছে আলেফা বেগম এর। আলেফা বেগম এর স্বামীর মৃত্যুর পরপরই তার দ্বিতীয় কন্যা কে তার নিজ বাড়িতে নিয়ে আসেন।

 

 আলেফা বেগম এর স্বপ্ন ছিলো তার স্বামীকে নিয়ে শুকের সংসার করবে। কিন্তু তার স্বপ্ন ধ্বংস হয়ে গেলো।

 

মোছাঃ আলেফা বেগম এর স্বামীর মৃত্যুর পর থেকেই সামান্য কাঁঠাল বিক্রি করেই এক টানে ৬ মাস জীবিকা নির্বাহ করছেন অসহায় আলেফা বেগম।

 

 

আলেফা বেগম মাত্র ৫০ বছর বয়সে অনেক কষ্টের মধ্যে জীবিকা নির্বাহ করে যাচ্ছেন দিনের পর দিন।

 

স্থানীয়দের সূত্রে জানা যায় তিনি একজন অনেক ভালো মনের মানুষ। এবং স্থানীয়রা জানান তাকে সরকারি ভাবে সহযোগিতা করলে তাকে আর কষ্টের মধ্যে জীবিকা নির্বাহ করতে হবে না।

 

Shahin Khan

Shahin Khan
Shahin Khan 2 meses hace
Basi Basi Kora Share Koren
0 0 Respuesta
Mostrar más