সাতক্ষীরার তালায় শিক্ষার্থীদের মাঝে খাতা ও কলম বিতরণ

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার: avatar   
তালা উপজেলার সদর ইউনিয়নের শাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খাতা ও কলম বিতরণে আমরা বন্ধুর উদ্যোগ..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা:

সাতক্ষীরার তালায় স্বেচ্ছাসেবী সংগঠন আমরা বন্ধুর উদ্যোগে ছোটবন্ধুদের মাঝে খাতা ও কলম উপহার প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার  (১৫ মে '২৫) দুপুরে তালা উপজেলার সদর  ইউনিয়নের ২০৭ নং শাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩০ জন শিক্ষার্থীর মাঝে এ খাতা ও কলম বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন শাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভিন হোসেন, সহকারি শিক্ষক শিরিন খাতুন, নাজমুর নাহার, মোঃ মাহফুজুল রহমান, আমরা বন্ধু তালা উপজেলা টিমের সমন্বয়কারী আব্দুল্লাহ আল জোবায়ের প্রান্ত, সদস্য অর্ক মজুমদার, মাহি, রুপম, কাজী ইরিন, সূচনা মৌ, তানহা ইসলাম সাথী প্রমুখ।

没有找到评论


News Card Generator