সাতক্ষীরার তালা মহিলা বিষয়ক কর্মকর্তাদের লবি মিটিং অনুষ্ঠিত..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা avatar   
সাতক্ষীরার তালা মহিলা বিষয়ক কর্মকর্তাদের লবি মিটিং অনুষ্ঠিত হয়

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা:


সাতক্ষীরার তালা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে রবিবার (২৫ মে '২৫) সকালে উপজেলা পর্যায়ে মহিলা বিষয়ক অধিদপ্তরের সাথে অন্তর্ভুক্তিমূলক পরিসেবা ও চাহিদা পূরণ  বিষয়ক লবি মিটিং অনুষ্ঠিত হয়।

উইমেন জব ক্রিয়েশন সেন্টার কর্তৃক বাস্তবায়িত পিআরভিডব্লিউ প্রকল্পের আওতায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন  তালা সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শেখ আব্দুর রাজ্জাক, ইউএনও অফিসের প্রশাসনিক কর্মকর্তা ফেরদৌস গোলাম মোরশেদ, সাংবাদিক ও প্রধান শিক্ষক গাজী জাহিদুর রহমান, ইউএনও অফিসের মোঃ মনিরুজ্জামান, মহিলা বিষয়ক অফিসের দেবকী রানী, আলেয়া খাতুনসহ বিভিন্ন গ্রুপের সভানেত্রীরা।

সভাটি পরিচালনা করেন উইমেন জব ক্রিয়েশন সেন্টারের প্রকল্প সমন্বয়কারী কাজী বাবর আলী।

Không có bình luận nào được tìm thấy