close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

সাতক্ষীরার সাংবাদিকরা নববর্ষ ও ঈদ পূর্নমিলনীতে আড্ডায় মাতলেন..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা avatar   
শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
সাতক্ষীরায় সাংবাদিকদের ঈদ ও নববর্ষ পূর্নমিলনী অনুষ্ঠিত হয়েছে এবং তার সম্প্রেক্ষে অনুষ্ঠানে সাংবাদিকরা তাদের সুখ-দুঃখের কথা তুলে ধরে তুমুল আড্ডায় মেতে ওঠেন। সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার উপর গুরুত্বারো..

শেখ আমিনুর হোসেন, জ্যেষ্ঠ প্রতিবেদক, সাতক্ষীরা: সাতক্ষীরায় সাংবাদিকদের ঈদ ও নববর্ষ পূর্নমিলনী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ এপ্রিল '২৫) বেলা সাড়ে ১১ টায় শহরের ম্যানগ্রোভ সভাঘরে অনুষ্ঠিত পুনর্মিলনীতে সাংবাদিকরা তাদের সুখ-দুঃখের কথা তুলে ধরে তুমুল আড্ডায় মেতে ওঠেন। সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার উপর গুরুত্বারোপ করে তারা এসময় ঐক্য ও সংহতি কামনা করেন।

তারা বলেন, সাংবাদিকতা মহান পেশা এবং সাংবাদিকরা দেশ ও জাতির উন্নয়নের সারথি। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করাই সাংবাদিকদের প্রধান উদ্দেশ্য। দেশের জনগণ তথা সর্বাপরি দেশের উন্নয়নের স্বার্থে সাংবাদিকরা একনিষ্ঠভাবে কাজ করে থাকে। বক্তারা আরও বলেন, ভ্রাতত্ববোধ, পেশাগত সহযোগিতা ও একতাবদ্ধ হয়ে জাতীয় ও মানবাধিকার রক্ষার স্বার্থে কাজ করার জন্য অঙ্গীকারবদ্ধ হতে হবে। দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কলম চলবেই।

অনুষ্ঠানে দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহীর সভাপতিত্বে এতে বক্তব্যে রাখেন, দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলাম, প্রথম আলো'র নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, দৈনিক পত্রদূত উপদেষ্টা সম্পাদক ও চ্যানেল আইয়ের সাতক্ষীরা প্রতিনিধি আবুল কালাম আজাদ, সময় টিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি মমতাজ আহমেদ বাপী, এটিএন বাংলার এম কামরুজ্জামান, সাপ্তাহিক সূর্যের আলোর সম্পাদক আব্দুল ওয়ারেশ খান চৌধুরী, দৈনিক জনতার কালিদাস রায়, সাংবাদিক ড. দিলীপ দেব, বৈশাখী টিভির শামীম পারভেজ, ইন্ডিপেন্ডন্ট টিভি ও বাংলাদেশ বেতারের আবুল কাশেম, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) ও বাংলাভিশন টিভির আসাদুজ্জামান আসাদ, কালের কণ্ঠের মোশাররফুল হোসেন, সংবাদ সংস্থা এফএনএস ও ডেইলি কাট্রি টুড'র সাতক্ষীরা প্রতিনিধি এবং দৈনিক পত্রদূতের বার্তা সম্পাদক এসএম শহীদুল ইসলাম, দৈনিক কাফেলার চিফ রিপোর্টার এম ঈদুজ্জামান ইদ্রিস, দৈনিক খবর সংযোগ ও দৈনিক আমাদের নতুন সময়ের শেখ ফরিদ আহমেদ ময়না, একাত্তর টিভির বরুণ ব্যানার্জী, খোলাকাগজের ইব্রাহিম খলিল, ডেইলি বাংলাদেশ এক্সপ্রেস 'র ফারুক রহমান, দৈনিক প্রবর্তনের কাজী জালাম উদ্দিন মামুন, বাংলানিউজর শেখ তানজির আহমেদ, এখন টিভির আহসানুর রহমান রাজিব, বাংলাদেশের খবর ও বাংলাদেশ নিউজের আব্দুস সামাদ, সাপ্তাহিক মুক্ত-স্বাধীন সম্পাদক আবুল কালাম, মাইটিভির ফয়জুল হক বাবু, ডিবিসির এম বেলাল হোসাইন, দৈনিক খুলনা টাইমস্ ও দৈনিক মানবকণ্ঠের মেহেদী আলী সুজয়, ঢাকা ট্রিবিউন ও বাংলাট্রিবিউনের আসাদুজ্জামান সরদার, কালের চিত্রের আশরাফুল ইসলাম খোকন, একাত্তর টিভির বরুণ ব্যানার্জী, খোলাকাগজের ইব্রাহিম খলিল, ডেইলি বাংলাদেশ এক্সপ্রেস 'র ফারুক রহমান, দৈনিক প্রবর্তনের কাজী জালাম উদ্দিন মামুন, বাংলানিউজর শেখ তানজির আহমেদ, এখন টিভির আহসানুর রহমান রাজিব, বাংলাদেশের খবর ও বাংলাদেশ নিউজের আব্দুস সামাদ, সাপ্তাহিক মুক্ত-স্বাধীন সম্পাদক আবুল কালাম, মাইটিভির ফয়জুল হক বাবু, ডিবিসির এম বেলাল হোসাইন, দৈনিক খুলনা টাইমস্ ও দৈনিক মানবকণ্ঠের মেহেদী আলী সুজয়, ঢাকা ট্রিবিউন ও বাংলাট্রিবিউনের আসাদুজ্জামান সরদার, কালের চিত্রের আশরাফুল ইসলাম খোকন প্রমুখ।

कोई टिप्पणी नहीं मिली