সাতক্ষীরার পারুলিয়া সার মজুদ করে অন্যত্র বিক্রি, ভ্রাম্যমান আদালতে জরিমানা ..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার: avatar   
শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার:
সার মজুদ রেখে অন্যত্র বিক্রিকালে এক ব্যবসায়ীকে জরিমান করেছে ভ্রাম্যামান আদালত..

শেখ আমিনুর হোসেন সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা:

সার মজুদ রেখে অন্যত্র বিক্রিকালে এক ব্যবসায়ীকে জরিমান করেছে ভ্রাম্যামান আদালত।

সোমবার (২৩ ডিসেম্বর '২৫) সাতক্ষীরার দেবহাটার পারুলিয়া পশুহাট এলাকায়  অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিলন সাহা এ সাজা প্রদান করেন।

জানা যায়, উপজেলার পারুলিয়া ইউনিয়নের মীর শহিদুল ইসলামের পরিচালিত সাঈদ এন্টারপ্রাইজে অবৈধভাবে সার মজুদ রেখে তা গোপনে বিক্রি করা হচ্ছি। খবর পেয়ে সোমবার দুপুরে সেখানে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। ঘটনাস্থলে গিয়ে সত্যতা পেয়ে ওই ব্যবসায়ীকে প্রচলিত আইনে ২০ হাজার টাকা জরিমান দায়ের করে ভ্রাম্যমান আদালত।

একই সাথে ওই ব্যবসায়ী সতর্ক করা হয় পরবর্তীতে একই অপরাধ পুরাবৃত্তি হলে সরকার কর্তৃক প্রদত্ত লাইসেন্স বাতিল ও জেল প্রদান করা হবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিলন সাহা। এসময় সেখানে উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান, কৃষি সম্প্রসারণ অফিসার জয়দেব পাল সংশ্লিষ্ট ইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তা আহম্মেদ সাঈদ কাজল উপস্থিত ছিলেন।

Nessun commento trovato


News Card Generator