close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

সাতক্ষীরার কালিগঞ্জে জাতীয়তাবাদী যুবদলের তারুন্যের মহাসমাবেশে প্রস্তুতি সভা..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা avatar   
সাতক্ষীরার কালিগঞ্জে জাতীয়তাবাদী যুবদলের তারুন্যের মহাসমাবেশে প্রস্তুতি সভা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে, যাতে বিভাগীয় মহা সমাবেশ আগামী ১৭ মে অনুষ্ঠিত হবে..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা :

সাতক্ষীরার কালিগঞ্জের বিষ্ণুপুরে জাতীয়তাবাদী যুবদলের আয়োজনে তারুন্যের মহাসমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ মে-২৫) সন্ধ্যায় চৌমুহনী হাইস্কুলের হলরুমে ইউনিয়ন যুবদলের আহবায়ক শেখ আব্দুল করিমের সভাপতিত্বে ও সদস্য সচিব গাজী শিমুল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল। বক্তব্য রাখেন ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুস সালাম সরদার, যুগ্ম আহবায়ক আলতাফ হোসেন প্রমুখ।

উল্লেখ্য যে, আগামী ১৭ মে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে খুলনা বিভাগীয় মহা সমাবেশ সফল করতে সাতক্ষীরা জেলা যুবদলের নির্দেশনায় এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত ছিলেন বিষ্ণুপুর ইউনিয়ন যুবদল ও ইউনিয়নের ৯টি ওয়ার্ড শাখা কমিটির নেতৃবৃন্দ।

Không có bình luận nào được tìm thấy