close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

সাতক্ষীরার দেবহাটায় জামায়াতের যুব দায়িত্বশীলদের নিয়ে ঈদ পুনর্মিলনী..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার: avatar   
শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ জামায়াতে ইসলামী দেবহাটা উপজেলা শাখার যুব ও ক্রীড়া বিভাগের আয়োজনে যুব দায়িত্বশীলদের নিয়ে ঈদ পুনর্মিলনী-২০২৫ অনুষ্ঠিত হয়েছে..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা:

বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরার দেবহাটা উপজেলা শাখার যুব ও ক্রীড়া বিভাগের আয়োজনে যুব দায়িত্বশীলদের নিয়ে ঈদ পুনর্মিলনী-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ জুন '২৫) সকাল ১০টায় লাইট হাউজ কমিউনিটি সেন্টারে এ যুব দায়িত্বশীলদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। এ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মাওলানা আনোয়ারুল ইসলাম'র সভাপতিত্বে ও সেক্রেটারী মো. ইয়াছির আরাফাত লিপু'র সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য মুফতি মুহাদ্দিস রবিউল বাশার।

বিশেষ অতিথি ছিলেন, জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারী আলহাজ্ব মাহবুবুল আলম, যুব ও ক্রীড়া বিভাগের জেলা সভাপতি প্রভাষক ওমর ফারুক, জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য মোস্তফা আসাদুজ্জামান মুকুল, মহিউদ্দীন মাহমুদ, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, সেক্রেটারী এইচ এম ইমদাদুল হক, কর্মপরিষদ সদস্য মাওলানা দেলোয়ার হোসেন, জিয়াউর রহমান জিয়া, টিম সদস্য মাওলানা আবু ইউসুফ, মাসুদ রানা, দেবহাটা উত্তর শাখার সভাপতি মো. রোকনুজ্জামান রোকন, দক্ষিণ শাখার সভাপতি আশিকুজ্জামান আশিক, যুব ও ক্রীড়া বিভাগের কুলিয়া ইউনিয়ন সভাপতি মাওলানা মোজাহিদুল আলম, পারুলিয়া ইউনিয়ন সভাপতি ইয়াকুব সফিউল্লাহ, সখিপুর ইউনিয়ন সভাপতি কোবাইদুর রহমান কাজু, নওয়াপাড়া ইউনিয়ন সভাপতি জাকির হোসেন, দেবহাটা সদর ইউনিয়ন সভাপতি হাবিবুর রহমানসহ ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator