শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা:
সাতক্ষীরার ভোমরা সীমান্ত থেকে চারটি স্বর্ণেরবারসহ এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি।
বৃহস্পতিবার (২৯ মে '২৫) ভোরে সদরের ভোমরা সীমান্তের তেঁতুলতলা এলাকা থেকে স্বর্ণসহ তাকে আটক করা হয়।
আটক চোরাকারবারির নাম মোঃ রুহুল আমিন (৬৮)। তিনি সদরের আলিপুর গ্রামের হানিফ মুন্সি’র ছেলে।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোঃ আশরাফুল হক এক প্রেস বার্তায় জানান, ভোমরা বিওপির দায়িত্বাধীন সীমান্ত পিলার ২/৫-এস হতে আনুমানিক ৪ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে তেতুলতলা নামক এলাকা দিয়ে ভারতে স্বর্ণ পাচার করা হবে, এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোমরা বিওপির একটি চৌকষ দল ওই স্থানে কৌশলে অবস্থান করে।
এসময়ে ভোমরা সীমান্ত এলাকার তেতুলতলা নামক স্থান হতে ইজিবাইকে আসা সন্দেহভাজন মোঃ রুহুল আমিনকে আটক করা হয়।
এরপর তার দেহ তল্লাশী করে একটি মোবাইল ফোন এবং তার কোমর হতে কাপড়ে মোড়ানো চারটি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৪৫৮ গ্রাম, ৬০০ মিলিগ্রাম। যার মূল্য ৬৬ লক্ষ ৮০ হাজার ৮৮৫ টাকা। আর মোবাইল ফোনের আনুমানিক মূল্য এক হাজার টাকা।
তিনি বলেন, এব্যাপারে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
 'আই নিউজ বিডি' অ্যাপ
  'আই নিউজ বিডি' অ্যাপ
  
  
 
		 
				 
			



















 
					     
			 
						 
			 
			 
			 
			 
			 
			