close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

সাতক্ষীরার আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মর্মান্তিক মৃত্যু..

এস এম তাজুল হাসান সাদ avatar   
এস এম তাজুল হাসান সাদ
****

আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মর্মান্তিক মৃত্যু

 

এস.এম.তাজুল হাসান সাদ, (সাতক্ষীরা) 

 

সাতক্ষীরার আশাশুনি সদরের সোদকনা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহিনুর রহমান (৩১) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ মে) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, সোদকনা গ্রামের জামাল উদ্দীন সরদারের ছেলে শাহিনুর রহমান নিজ বাড়ির পাশে অবস্থিত সোদকনা বিলে তাদের মৎস্য ঘেরে বিদ্যুৎচালিত মটরের তার সংযোগ দিচ্ছিলেন। কাজ করার সময় ঘটনাস্থলে তিনি একাই ছিলেন। অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

 

দুপুর আড়াইটার দিকে পরিবারের লোকজন তাকে খুঁজতে গিয়ে ঘেরের বাসার পাশের পুকুরে তার নিথর দেহ দেখতে পান। পরে বিষয়টি স্থানীয়দের মাধ্যমে থানা পুলিশকে জানানো হয়।

 

খবর পেয়ে আশাশুনি থানার এসআই ফিরোজ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।

 

মৃত্যুকালে শাহিনুর রহমান মা-বাবা, স্ত্রী, এক পুত্রসন্তান, দুই ভাই ও চার বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার অকাল মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

कोई टिप्पणी नहीं मिली


News Card Generator