close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

সাতক্ষীরায় তালা উপজেলার মহাসড়কে ২৫০ তালের চারা রোপণ

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা avatar   
তালা উপজেলার খলিলনগর ইউনিয়নে মহাসড়কের দুই পাশে ২৫০ তালের চারা রোপণ করা হয়েছে..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা:


সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের মহান্দী  হতে কাঠবুনিয়া রাস্তার দুই পাশ দিয়ে ২৫০ টি তালের চারা রোপন করা হয়।

সোমবার (২ জুন '২৫) উপজেলা প্রশাসন ও ওয়ার্ল্ড কনর্সান  সংস্থার  আলো প্রকল্পের আওতায়  উক্ত তালের চারা রোপন কর্মসূচীর উদ্বোধন করেন তালা উপজেলা নির্বাহী অফিসার শেখ মোঃ রাসেল।

প্রকল্পের  প্রজেক্ট অফিসার রনজিত দাশের সঞ্চালনায় উক্ত কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন আলো প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার প্রদোষ মানখিন ও মিল অফিসার সৈয়দ আলম। 

No comments found