close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

সাতক্ষীরায় সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে ২৯ জনের বিরুদ্ধে মামলা..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার: avatar   
সাতক্ষীরায় সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে সাবেক এমপি ও অন্যান্য রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা :

সাতক্ষীরা-৪ আসনের সাবেক এমপি আতাউল হক দোলন, এইচ এম গোলাম রেজা ও এস এম জগলুল হায়দার ও  এবং শ্যামনগরের সাবেক উপজেলা চেয়ারম্যান সাঈদুজ্জামান সাঈদসহ ২৯ জনের বিরুদ্ধে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ জুন) শ্যামনগর উপজেলার যাদবপুর গ্রামের মাসুম বিল্লাহ বাদী হয়ে শ্যামনগর থানায় মামলাটি দায়ের করেন।

এতে আসামিদের বিরুদ্ধে সরকার উৎখাতের ষড়যন্ত্র, সরকারের চলমান উন্নয়ন প্রকল্পের বিরুদ্ধে অপপ্রচার, অস্থিরতা ও নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে রাষ্ট্রে অস্থিতিশীল পরিবেশ তৈরির অপচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য হেফাজতে রাখারও অভিযোগ আনা হয়েছে।

মামলার অন্যান্য আসামিরা হলেন, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক স ম আব্দুস সাত্তার, শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সদর ইউপির সাবেক চেয়ারম্যান অ্যাড. জহুরুল হায়দার বাবু, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও ভুরুলিয়া ইউপির সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ জাফরুল আলম বাবু, কাশিমাড়ী ইউপির সাবেক চেয়ারম্যান গাজী আনিছুজ্জামান আনিচ, কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক বাবলুর রহমান বাবলু, কৈখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রেজাউল ইসলাম, জেলা পরিষদের সাবেক সদস্য ও যুবলীগ নেতা গোলাম মোস্তফা বাংলাসহ ২৯ জন।

 

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুর কবীর মোল্লা জানান, এ মামলায় জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সম আব্দুস সাত্তারসহ তিনজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

没有找到评论


News Card Generator