সাতক্ষীরায় শিক্ষার্থীদের সড়ক অবরোধে আবারো বিক্ষোভ

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার: avatar   
সাতক্ষীরায় বৃষ্টি উপেক্ষা করে কারিগরি শিক্ষার্থীদের সড়ক অবরোধ করে আবারো বিক্ষোভ প্রদর্শন করেছে পলিটেকনিকের শিক্ষার্থীরা..

শেখ আমিনুর হোসেন, জ্যেষ্ঠ প্রতিবেদক, সাতক্ষীরা: বৃষ্টিতে ভিজতে ভিজতে দীর্ঘ সাড়ে চার কিলোমিটার পথ মিছিল সহকারে এসে সাতক্ষীরায় সড়ক অবরোধ করে আবারো বিক্ষোভ প্রদর্শন করেছে পলিটেকনিকের শিক্ষার্থীরা।

শুক্রবার (১৮ এপ্রিল '২৫) বিকেলে তারা সাতক্ষীরা শহরের খুলনা রোডের মোড়ে সড়ক অবরোধ করেন। অবরোধে সাতক্ষীরা সরকারী পলিটেকনিকসহ অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল টেকনোলজির সপ্তম ব্যাচের শিক্ষার্থী মোমিনুল ইসলাম, তুহিন রিয়াদ, মুন্সি ফাহিম, এস এম এল হেলাল, মতিউর রহমান প্রমুখ।

এ সময় তারা বলেন, ল্যাব সহকারীরা আমাদের শিক্ষক হতে পারেন না। কারিগরি শিক্ষার জন্য আলাদা মন্ত্রণালয় ঘোষণা করে কমিশন গঠন করতে হবে। কারিগরি শিক্ষায় শিক্ষিতদের নিয়োগ দিতে হবে। আমরা আগেও একাধিকবার এই দাবি উত্থাপন করেছি, কেউ কর্ণপাত করেনি।

আন্দোলনরত শিক্ষার্থীদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে, জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের ৩০ শতাংশ প্রমোশন কোটা বাতিল করা, জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্টের মাধ্যমে বাতিল করা, ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের পদবি পরিবর্তন, মামলার সঙ্গে সংশ্লিষ্টদের চাকরিচ্যুত করা, ২০২১ সালে রাতের আঁধারে নিয়োগপ্রাপ্ত ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের নিয়োগ সম্পূর্ণভাবে বাতিল এবং সেই বিতর্কিত নিয়োগবিধি অবিলম্বে সংশোধন করা।

No comments found


News Card Generator