সাতক্ষীরায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার: avatar   
শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার:
সাতক্ষীরায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা:

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে রবিবার (০১ জুন'২৫) বিকালে জেলা আইনজীবি সমিতির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন, জেলা বিএনপির আহবায়ক রহমাতুল্লাহ পলাশ।  

জেলা জজ কোর্টের পিপি এড. আব্দুস সাত্তারের সভাপতিত্বে এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্যে রাখেন, জেলা বিএনপি'র সদস্য সচিব আবু জাহিদ ডাবলু।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরা জেলা জলা শাখার সদস্য সচিব এড. নুরুল আমিনের সঞ্চালনায় আলোচন াসভায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, জেলা বিএনপির যুগ আহায়ক আলহাজ্ব তাসকিন আহমেদ চিশতি, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক এড. আকবর আলী, নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিশেষ পিপি এড. আলমগীর আশরাফ, জিপি অসীম কুমার মন্ডল, এড. শহিদুল্লাহ, এড. এবিএম সেলিম প্রমুখ।

আলোচনা সভা শেষে সেখানে ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

कोई टिप्पणी नहीं मिली


News Card Generator