শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা :
সেলিম ভালোবাসার নাম, যেন আবেগের নাম। তার নাম নিতেই অশ্রু ঝরালেন মঞ্চের সবাই। গত ১৪ বছর আগে ২০১১ সালের ২৯ মে শেষবারের মতো কথা হয়েছিল পরিবারের সদস্যদের সাথে। তারপরে সেলিমকে আজও খুঁজে বেড়ায় তার পিতা। পরিবারের সকলে।
পিতা বারবার নির্বাচিত চেয়ারম্যান সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক একজন প্রভাবশালী সামাজিক ও রাজনৈতিক ব্যক্তি মো: আব্দুর রউফ অনেক ব্যস্ততার মধ্যেও যেন তার বিষন্নতা কাটাতে পারেন না। দাপুটে এই নেতার হৃদয় খুঁজে বেড়ায় একমাত্র ছেলেকে। পরিবারের সকল সদস্য ভুগছেন শূন্যতায়।
এমনই পরিস্থিতিতে বৃহস্পতিবার ২৯ মে বিকালে সাতক্ষীরা খুলনা রোডস্থ শহীদ আসিফ চত্বরে গুম হওয়া যুবদল নেতা আবু সেলিমকে ফিরিয়ে দিতে বিশাল মিছিল শেষে সমাবেশে বক্তাদের বক্তব্যে সেলিমের নাম নিতেই অঝোরে কাঁদলেন সেলিমের বাবা, ছেলেরা, চাচা, বিএনপি নেতৃবৃন্দ সাধারণ জনগণ অঝোরে কেঁদে উঠলেন। এ যেন কান্নার রোল। সমাবেশ থেকে কড়া বার্তা এল সেলিমকে ফিরিয়ে দিতে হবে না হলে বৃহৎ কর্মসূচিতে যাবে বিএনপি, যুবদলসহসাতক্ষীরার জনগণ।