সাতক্ষীরায় নিহত ছাত্রীর ধর্ষণে চা দোকানদার গ্রেফতার

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার: avatar   
সাতক্ষীরার তালা উপজেলার গনেশপুর গ্রামে এক প্রতিবন্ধী স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে চা দোকানদারের গ্রেফতারি করেছে পুলিশ..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা: 

সাতক্ষীরার তালা উপজেলার খলিষখালী ইউনিয়নের গনেশপুর গ্রামে এক প্রতিবন্ধী স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মোঃ রওশন আলী (৬০) নামের এক চায়ের দোকানদারকে আটক করেছে পুলিশ। সে উপজেলার গনেশপুর গ্রামের বাসিন্দা। 

প্রতিবন্ধী স্কুলছাত্রীর পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২২ মে '২৫) বিকাল ৩ টার দিকে  ৭ম শ্রেণিতে পড়ুয়া  ঐ প্রতিবন্ধী শিশু (১২) প্রতিদিনের ন্যায় প্রাইভেট পড়তে যায়। কিন্তু  প্রাইভেট শিক্ষক ঐ দিন না পড়ানোর কারণে সে একা বাড়িতে ফিরছিল। এ সময় গনেশপুর বাজার পর্যন্ত আসলে তার প্রতিবেশি দাদা সম্পর্কের  চায়ের দোকানদার রওশন আলী খাবার কিনে দেওয়ার নাম করে বাজারের পিছনে একটি পোল্ট্র খামারের মধ্যে নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এ সময় তার চিৎকারে লোকজন এসে ঐ শিশুকে উদ্ধার করে। 

এ ঘটনায় বৃহস্পতিবার রাতে তামান্নার পিতা পাটকেলঘাটা থানায় একটি অভিযোগ করলে ঐ রাতেই চা ব্যবসায়ী রওশন কে পুলিশ আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। 

পরবর্তীতে ঐ শিশুর মা বাদী  হয়ে রওশন আলীর বিরুদ্ধে পাটকেলঘাটা থানায় শুক্রবার (২৩ মে'২৫) সকালে একটি মামলা দায়ের করে। যার মামলা নং ০৭,  তারিখ:২৩/০৫/০২৫।  

পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাঈনুদ্দীন জানান, ঘটনার অভিযোগ পাওয়ার সাথে সাথে আসামীকে রাতেই আটক করা হয়েছে। বাকি বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।

No se encontraron comentarios


News Card Generator