close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

সাতক্ষীরায় কুষ্ঠরোগ সচেতনতায় মিডিয়া অ্যাওয়ার্ড’ পেলেন ১০ সাংবাদিক..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার: avatar   
শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার:
কুষ্ঠরোগ সংক্রমণ প্রতিরোধ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান এবং কুষ্ঠরোগ বিষয়ক তথ্যভিত্তিক ও মানবিক সংবাদ পরিবেশনের স্বীকৃতি হিসেবে মিডিয়া এনগেজমেন্ট অন লেপ্রসি অ্যান্ড জার্নালিস্টস অ্..
শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা:
 
কুষ্ঠরোগ সংক্রমণ প্রতিরোধ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান এবং কুষ্ঠরোগ বিষয়ক তথ্যভিত্তিক ও মানবিক সংবাদ পরিবেশনের স্বীকৃতি হিসেবে মিডিয়া এনগেজমেন্ট অন লেপ্রসি অ্যান্ড জার্নালিস্টস অ্যাওয়ার্ড–২০২৫ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রিন্ট মিডিয়ায় যৌথভাবে প্রথম স্থান অর্জন করেছেন খবরের কাগজের সাতক্ষীরা প্রতিনিধি নাজমুল শাহাদাৎ জাকির ও প্রতিদিনের বাংলাদেশের সাতক্ষীরা প্রতিনিধি কৃষ্ণ ব্যানার্জী। প্রিন্ট মিডিয়ায় দ্বিতীয় স্থান অর্জন করেছেন দৈনিক সকাল বেলার সাতক্ষীরা প্রতিনিধি আসাদুজ্জামান মধু এবং দৈনিক আইন বার্তার সাতক্ষীরা প্রতিনিধি আক্তারুল ইসলাম। 
 
ইলেকট্রনিক মিডিয়ায় প্রথম স্থান অর্জন করেছেন নাগরিক টিভির সাতক্ষীরা প্রতিনিধি কৃষ্ণ ব্যানার্জী। একই ক্যাটাগরিতে ইলেকট্রনিক মিডিয়ায় দ্বিতীয় স্থান অর্জন করেছেন বাংলা টিভির সাতক্ষীরা প্রতিনিধি গোপাল কুমার মন্ডল, ঢাকা জার্নালের সাতক্ষীরা প্রতিনিধি রাহাত রাজা এবং সাতক্ষীরা টিভি লাইভের দীপক চক্রবর্তী।
 
এছাড়া বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে দৈনিক বাংলাদেশের খবরের সাতক্ষীরা প্রতিনিধি আব্দুস সালাম এবং স্বদেশ প্রতিদিনের সাতক্ষীরা প্রতিনিধি হাবিবুর রহমান সোহাগ-কে।
 
অনুষ্ঠানটি সোমবার (২২ ডিসেম্বর '২৫) দুপুরে সাতক্ষীরার ত্রিশমাইল এলাকার অগ্রগতি রিসোর্টে অনুষ্ঠিত হয়।  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএসএস এর পরিচালক স্বাস্থ্য সাজ্জাদুর রহমান পান্থ। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক আব্দুস সবুর বিশ্বাস।
 
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খ্রিস্টান সার্ভিস সোসাইটি (সিএসএস)-এর প্রজেক্ট অফিসার মো. খালেকুজ্জামান, শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএলসিএ ইন্দ্রজিৎ কর্মকার, আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএলসিএ আজহারুল ইসলাম, কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএলসিএ ঝর্ণা সরকার, রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএলসিএ ফাতেমা আক্তার, মংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএলসিএ নুরুন নাহার এবং ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএলসিএ আব্দুল আলিম হাওলাদার।
 
বক্তারা বলেন, কুষ্ঠরোগ একটি চিকিৎসাযোগ্য রোগ হলেও সামাজিক কুসংস্কার ও ভুল ধারণার কারণে অনেক মানুষ এখনও চিকিৎসা থেকে বঞ্চিত। সাংবাদিকরা, যারা মাঠে নেমে তথ্যভিত্তিক ও মানবিক প্রতিবেদন তৈরি করেন, তারা শুধু খবর পরিবেশন করেন না; তারা আক্রান্ত মানুষের কষ্ট তুলে আনেন, সমাজে সচেতনতা বৃদ্ধি করেন এবং জনস্বাস্থ্যের উন্নয়নে সরাসরি অবদান রাখেন।
প্রধান অতিথি সাজ্জাদুর রহমান পান্থ বলেন, ‘সাংবাদিকরা মানুষের জীবনের গল্প বলতে সক্ষম। তারা সমাজের ভয় ও অজ্ঞতার মুখোমুখি দাঁড়ায় এবং জনগণের চোখে সত্য তুলে ধরে। কুষ্ঠরোগ নির্মূলের জন্য তাদের ভূমিকা অনন্য এবং অমূল্য।’
 
বিশেষ অতিথি উজ্জ্বল পাল ও আব্দুস সবুর বিশ্বাসও সাংবাদিকদের সাহসী ও মানবিক প্রতিবেদনের প্রশংসা করেন এবং বলেন, ‘আপনাদের প্রচেষ্টা রোগীদের পাশে দাঁড়ানোর মতো। এই কাজ শুধু সাংবাদিকতার নয়, এটি মানবিক দায়িত্ব।’
 
আয়োজকরা জানান, অনুষ্ঠানটি খ্রিস্টান সার্ভিস সোসাইটি (সিএসএস) এর ‘অ্যাকটিভেটিং অ্যান্ড এনগেজিং পার্টনারশিপস টু রিডিউস লেপ্রসি ইন বাংলাদেশ’ প্রকল্পের আওতায় অনুষ্ঠিত হয়েছে, যা দ্য লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল–বাংলাদেশ (টিএলএমআই-বি) এর সহায়তায় বাস্তবায়িত।
 
স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা বলেন, ২০৩০ সালের মধ্যে বাংলাদেশকে কুষ্ঠরোগমুক্ত করার লক্ষ্য অর্জনের জন্য গণমাধ্যম, স্বাস্থ্যকর্মী এবং সমাজের সমন্বিত প্রচেষ্টা জরুরি। তথ্যভিত্তিক, মানবিক ও দায়িত্বশীল সাংবাদিকতা এই লক্ষ্যে পৌঁছানোর অন্যতম শক্তিশালী হাতিয়ার।
 
উপস্থিত সাংবাদিকরা কুষ্ঠরোগ আক্রান্ত মানুষের জীবনের গল্প তুলে ধরে যে ধরনের অবদান রেখেছেন, তা শুধু পুরস্কারপ্রাপ্ত নয়, বরং সমাজে সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে এক নজির স্থাপন করেছে। অনুষ্ঠানটি কুষ্ঠরোগ নির্মূলের ক্ষেত্রে গণমাধ্যমকে আরও সক্রিয় অংশীদার হিসেবে যুক্ত করার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
Không có bình luận nào được tìm thấy


News Card Generator