close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

সাতক্ষীরায় কিশোর-কিশোরী ও যুবকদের সুরক্ষা নিশ্চিতকরণে কমিটি গঠন..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা avatar   
সাতক্ষীরার সখিপুরে যুবকদের সুরক্ষা নিশ্চিতকরণে কমিটি গঠন করা হয়েছে, উপজেলার সখিপুর ইউনিয়ন পরিষদ হলরুমে এ সংক্রান্ত একটি সভা অনুষ্ঠিত হয়েছে..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা: 

খেলাধুলার মাধ্যমে কিশোর-কিশোরী ও যুবকদের সুরক্ষা নিশ্চিতকরণে সাতক্ষীরার দেব হাঁটার সখিপুরে ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (২৬ মে '২৫) সকাল ১১ টায় উপজেলার সখিপুর ইউনিয়ন পরিষদ হলরুমে টিডিএইচ ফাউন্ডেশনের সহযোগিতায় এবং ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ব্রেকিং দ্য সাইলেন্সের উপজেলা কো-অর্ডিনেটর সোহেল মাহমুদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম।

উক্ত সভায় উপস্থিত ছিলেন সখিপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা গোলাম রব্বানী, ইউপি মেম্বার নাজিমউদ্দিন, আবুল হোসেন, জুলেখা খাতুন, নজরুল ইসলাম, সাজু পারভিন, রেহানা খাতুন, রবিউল ইসলাম, মোকলেসুর রহমান, চিনাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দল্লাহ আল মামুন, এনামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সালাউদ্দিন, সখিপুর ইউনিয়নের দফাদার নাঈমুর রহমান প্রমুখ।

উক্ত কমিটি গঠন সভায় সর্বসম্মতিক্রমে সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম কে উপদেষ্টা করে ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠন করা হয়েছে।

উক্ত কমিটিতে সদস্য হিসেবে মনোনীত হয়েছেন ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নজরুল ইসলাম, ৮ নম্বর ওয়ার্ড এর ইউপি সদস্য আবুল হোসেন, ৭,৮ ও ৯ নং এর জনাব জুলেখা খাতুন সহ মোট ১১ জন সদস্য বিশিষ্ট শিশুদের খেলাধুলার বিষয়ে সার্বিক সুবিধার জন্য ইউনিয়ন কমিটি গঠন করা হয়। উক্ত কমিটির সদস্যরা ইউনিয়ন পর্যায়ের কিশোর কিশোরী ও যুবকদের সুরক্ষা নিশ্চিতকরণে কাজ করবেন।

No comments found