সাতক্ষীরায় ইমাম ওরিয়েন্টেশন: চামড়া সংরক্ষণে সরকারি বাজেট ঘোষণা..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার: avatar   
শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার:
সাতক্ষীরায় ইমাম ওরিয়েন্টেশন অনুষ্ঠানে চামড়া সংরক্ষণের জন্য ৪০ লক্ষ ৬৫ হাজার টাকার সরকারি বাজেট ঘোষণা করা হয়েছে..
শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা:
 
সাতক্ষীরা ইমাম ওরিয়েন্টেশন কোর্স বৃহস্পতিবার (২৯ মে '২৫ ইসলামিক ফাউন্ডেশন জেলা অফিস সাতক্ষীরাতে ইফার উপপরিচালক মোঃ মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্টিত হয়েছে।
 
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিসিক এর উপ উপস্থাপক তৌরব দাস, তিনি বলেন আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই আগামি ঈদ উপলক্ষে চামড়া সংরক্ষেন জন্য সরকারের পক্ষ থেকে সাতক্ষীরাতে ৪০ লক্ষ ৬৫ হাজার টাকা বাজেট রাখা হয়েছে যে টাকা দিয়ে ২মেট্টিটন লবন ক্রয় করে চামড়া সংরক্ষকারীদের কাছে পৌছে দেওয়া হবে। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইফার ফিল্ড অফিসার মোঃ হাসানুরজ্জামান তিনি বলেন আমাদের সকলের এই ট্রাস্টের সদস্য হওয়া দরকার এখান থেকে সুদ মুক্ত ঋন প্রদান করা হয়, দারিদ্রদের টাকা প্রদান করা হয়।
 
উপস্হিত ছিলেন এফএস মোঃ আসাদুল্লাহ, আব্দুল্লাহ আল মামুন, সাধারন কেয়ারটেকার মনিরুল, শাহাদাত, মোস্তাফিজুর সহ সদর উপজেলার ইফার সকল স্তরের শিক্ষক বৃন্দ। 
 
অনুষ্ঠান পরিচালনা ও দোয়া মোনাজাত করেন ইফার মাস্টার ট্রেইনার মোঃ আবুল কালাম।
Không có bình luận nào được tìm thấy


News Card Generator