close

লাইক দিন পয়েন্ট জিতুন!

সাতক্ষীরায় ঈদুল আজহা কেন্দ্রিক ব্যস্ততায় কামারশিল্পীরা..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা avatar   
ঈদুল আজহা উপলক্ষে সাতক্ষীরার কামারশিল্পীরা দা, বঁটি ও চাকুর চাহিদা মেটাতে ব্যস্ত সময় কাটাচ্ছেন..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা :

রাত পোহালেই পবিত্র ঈদুল আজহা (কোরবানির ঈদ)। এই ঈদকে ঘিরে শেষ সময়ে ব্যস্ত সময় পার করছেন সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা এলাকার কামার শিল্পীরা। আরমাত্র দুইদিন পরে পবিত্র ঈদ উল আজহা। সেই জন্যে সকাল-সন্ধ্যা দম ফেলার ফুরসত নেই যেনো কামারশিল্পী কারও। টুং টাং লোহার শব্দে মুখরিত হয়ে উঠেছে উপজেলার বিভিন্ন কামারশালাগুলো।

উপজেলার বিষ্ণুপুর, চাঁচাই, কোমরপুর, শ্রীরামপুর, ফতেপুর, চাম্পাফুল গ্রামসহ বিভিন্ন হাটবাজারে কামাররা দা, বঁটি, চাকু, চাপাতি তৈরি ও ধার/শান দেওয়ার কাজে দিনরাত ব্যস্ত সময় পার করছেন। কোরবানির পশু জবাই ও মাংস প্রস্তুতের জন্য এসব সরঞ্জামের চাহিদা এখন তুঙ্গে। স্থানীয় কামাররা জানান, স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি দেশের বিভিন্ন এলাকা থেকেও পাইকারী ব্যবসায়ীমহল এসে এসব সরঞ্জাম সংগ্রহ করছেন।

তবে লোহা ও কয়লার দাম বৃদ্ধি পাওয়ায় খরচও বেড়ে গেছে। চৌমুহনী হাটের কামারশিল্পী সুকুমার, শ্রীকৃষ্ণ এ সাংবাদিককে বলেন- এক সময় কামারদের অনেক কদর ছিল কর্মে চাঞ্চল্য ছিলো, এখন আধুনিক যন্ত্রপাতির কারণে আমাদের তৈরি জিনিসের প্রতি মানুষের আগ্রহ কমেছে। তবে কোরবানির ঈদের সময়টায় একটু আশার আলো দেখি।"

لم يتم العثور على تعليقات