close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

সাতক্ষীরায় ফেনন্সিডিলের বিকল্প মাদকে আটক মাদক চোরাকারবারি..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার: avatar   
সাতক্ষীরার শীর্ষ মাদক চোরাকারবারি বাবুল নামের যুবককে ফেনন্সিডিলের বিকল্প মাদক ১৭ বোতল উইনকেরেক্স সহ আটক করেছে পুলিশ..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা:

সাতক্ষীরার শীর্ষ মাদক চোরাকারবারি বাবুল নামের এক যুবককে ফেনন্সিডিলের বিকল্প মাদক ১৭ বোতল উইনকেরেক্স সহ আটক করেছে পুলিশ। 

রবিবার (১১ মে '২৫) দিবাগত রাতে সদর উপজেলার আলিপুর এলাকার মাহমুদপুর নাটাপাড়া থেকে এই মাদক সহ ওই যুবককে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, ভোমরা সীমান্তের চিহ্নিত প্রভাবশালী এক মাদক চোরাকারবারি কয়েক জনকে দিয়ে মাদকের এই ব্যবসা চালিয়ে আসছিলো অনেকদিন ধরে। 
গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে ১৭ বোতল উইনকেরেক্স (wincerex) মাদক পরিবহনকালে মো: বাবুল (১৯) নামের এক যুবককে হাতেনাতে আটক করা হয়েছে। 

আটককৃত মাদক চোরাকারবারী বাবলু সদর উপজেলার মাহমুদপুর গ্রামের মুক্তার মোড়লের ছেলে। সে মাহমুদপুর এলাকার বাসিন্দা। 

অভিযানে নেতৃত্ব দেওয়া এসআই সাব্বির রহমান জানান, গ্রেপ্তার যুবক বাবুল হোসেন ঐ এলাকার জনৈক মাস্টারের নির্দেশে বিভিন্ন জায়গায় মাদক পৌঁছে দিতো। দিনপ্রতি সে ৪০০ টাকার বিনিময়ে এই কাজ করতো। গোপন সংবাদের ভিত্তিতে তাকে ধরা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। এছাড়া এজাহারে জনৈক ঐ মাস্টারের নাম করা হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করে সদর থানার ওসি শামিনুল হক জানান, উইনকেরেক্স মাদকের মূল উপাদান কোডিন ফসফেট ও ট্রিপ্রোলিডিন হাইড্রোক্লোরাইড, যা ফেন্সিডিলেও রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে, মূল আসামীদের ধরা হবে।

没有找到评论


News Card Generator