শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা:
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো) এবং জাপান আন্তর্জাতিক সহযোগিতা এজেন্সি (জাইকা) যৌথ অর্থায়নে পরিচালিত 'দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা সম্প্রসারণ প্রকল্প' নিয়ে সাতক্ষীরায় একটি মতবিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন '২৫) সকালে শহরের মোজাফফর গার্ডেন রিসোর্টে এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক মোঃ জহিরুল ইসলাম।
সভাপতিত্ব করেন পানি উন্নয়ন বোর্ড খুলনা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ আমিনুল ইসলাম। তিনি বলেন, “পানি সম্পদ মন্ত্রণালয় বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ বিভাগ। দুর্যোগময় সময়ে আমাদের কর্মকর্তাদের সবসময় মানুষের পাশে থাকতে হয়।” সাতক্ষীরা একটি দুর্যোগপ্রবণ এলাকা হিসেবে পরিচিত, যেখানে নদী ভাঙনের ফলে প্রায় প্রতি বছরই জলাবদ্ধতা দেখা দেয়।
জাইকার অর্থায়নে সাতক্ষীরায় ছয়টি প্যাকেজের মাধ্যমে ওপদার ভেড়িবাঁধ নির্মাণ করা হচ্ছে। ঝুঁকিপূর্ণ ওপদার ভেড়িবাঁধের পরিমাণ অনেক বেশি এবং প্রায় দশ কিলোমিটার বেড়িবাঁধ টেকসই করা হচ্ছে। এই প্রকল্পের কাজের মান ও টেকসইতা নিশ্চিত করতে নানামুখী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রকল্পের আওতায় আগামীতে আরও ঝুঁকিপূর্ণ এলাকাকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।
কর্মশালায় বক্তব্য রাখেন সাতক্ষীরা বাপাউবো নির্বাহী প্রকৌশলী মোঃ সালাউদ্দিন ও আব্দুর রহমান তাযকিয়া, এবং জাইকা প্রতিনিধি প্রকৌশলী মাইনুল ইসলাম। পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন ঢাকা বাপাউবো প্রকল্প পরিচালক মোহাম্মদ আরিফুজ্জামান ভূঁইয়া। এছাড়া, স্থানীয় সাংবাদিক, প্রশাসনের কর্মকর্তা এবং সুশীল সমাজের নেতৃবৃন্দ কর্মশালায় অংশ নেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাতক্ষীরা বাপাউবো উপ বিভাগীয় প্রকৌশলী শুভেন্দু বিশ্বাস।
এই প্রকল্পের মাধ্যমে সাতক্ষীরার দুর্যোগ ব্যবস্থাপনা এবং স্থায়িত্ব নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রকল্পের আওতায় মাটি এবং বালুর সমস্যার সমাধান করে উন্নতমানের ভেড়িবাঁধ নির্মাণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। কর্মশালায় অংশগ্রহণকারী সকলেই প্রকল্পের সফলতা কামনা করেন এবং ভবিষ্যতে আরও উন্নয়নমূলক কাজের আশাবাদ ব্যক্ত করেন।



















