close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

সাতক্ষীরায় দুই নতুন করোনা রোগী সনাক্ত, হাসপাতালে ভর্তি নেই..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার: avatar   
শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার:
সাতক্ষীরায় আরও দুই ব্যক্তি করোনা পজেটিভ সনাক্ত হলেও তারা হাসপাতালে ভর্তি হননি, নিজ উদ্যোগে আইসোলেশনে রয়েছেন..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা: 

সাতক্ষীরায় আরও দুই নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে, তবে তারা কেউই হাসপাতালে ভর্তি হননি। শনিবার এবং রবিবার (২১ ও ২২ জুন'২৫) সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে তাদের কফ পরীক্ষা করার পর করোনা পজেটিভ সনাক্ত করা হয়। আক্রান্তদের মধ্যে একজন হলেন সাতক্ষীরার তালা উপজেলার মোবারকপুর গ্রামের মৃত জগবন্ধু সেনের ছেলে রামপ্রসাদ সেন, যার বয়স ৭৫ বছর। অন্যজন হলেন শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নের হাজীপুর গ্রামের সামছুর রহমান মোড়লের ছেলে ও জেলা প্রশাসকের সিএ সাদ্দাম হোসেন, যার বয়স ৩৩ বছর।

রামপ্রসাদ সেন কুষ্টিয়ায় তার ছেলে সমীর সেনের বাসায় বেড়াতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি হওয়ার পর সেখানে করোনা সিমটম দেখা দেওয়ায় তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। কফের নমুনা দিয়ে তাকে আবারো কুষ্টিয়ায় এনে একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়।

অন্যদিকে, সাদ্দাম হোসেন শারীরিক অসুস্থতার কারণে রবিবার সকালে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন। তার কফ পরীক্ষা করার পর করোনা পজেটিভ সনাক্ত করা হয়। তবে তিনি হাসপাতালে ভর্তি না হয়ে নিজ উদ্যোগে আইসোলেশনে রয়েছেন। সাদ্দাম হোসেন নিজে করোনা পজেটিভ হিসেবে সনাক্ত হওয়ার কথা অস্বীকার না করলেও বলেন, তিনি অন্য ফোনে স্যারের সাথে কথা বলার কাজে ব্যস্ত আছেন।

সাতক্ষীরা সিভিল সার্জন মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার জানান, এর আগে ১৮ জুন সাতক্ষীরা শহরের রাজারবাগানের আজিজুর রহমানের ছেলে মাহাফুজুর রহমান করোনা আক্রান্ত হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। বর্তমান পরিস্থিতিতে আক্রান্তদের নিজ নিজ দায়িত্বে আইসোলেশনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সরকারি নির্দেশনা অনুসারে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সকলকে আহ্বান জানানো হয়েছে।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator