close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

সাতক্ষীরায় ডিবি পুলিশের অভিযানে ৩শ পিচ ইয়াবাসহ আটক-২  

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার: avatar   
শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার:
সাতক্ষীরা গোয়েন্দা পুলিশ ডিবি’র অভিযানে ৩শ পিচ ইয়াবাসহ দুই মাদক চোরাকারবারিকে আটক করা হয়েছে..

শেখ আমিনুর হোসেন, জ্যেষ্ঠ প্রতিবেদক, সাতক্ষীরা: সাতক্ষীরা গোয়েন্দা পুলিশ ডিবি’র অভিযানে ৩শ পিচ ইয়াবাসহ দুই মাদক চোরাকারবারিকে আটক করা হয়েছে। 


শুক্রবার (৪ এপ্রিল'২৫) সন্ধ্যার দিকে সাতক্ষীরার দেবহাটা উপজেলার সখিপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে গোয়েন্দা পুলিশের একটি দল ইয়াবা সহ তাদের আটক করে। 


আটককৃতরা হলেন, যশোর জেলার শার্শা আমতলা গ্রামের নজরুল ইসলাম সরদারের ছেলে সহিদুল ইসলাম হৃদয় (২৪) ও একুই এলাকার নুর আলীর ছেলে মোঃ নুর মোহম্মদ (২৩)।


জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক ওসি মোঃ নিজাম উদ্দীন মোল্লা জানান, গোয়েন্দা পুলিশের এসআই রুবেল আহমেদ সঙ্গীয় ফোর্সের সহায়তায় শনিবার সন্ধ্যায় দেবহাটা থানার সখিপুর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে দুই জনকে ৩শ পিচ ইয়াবা সহ আটক করতে সক্ষম হয়।


পরবর্তীতে উল্লেখিত ঘটনায় আটককৃতদের নামে দেবহাটা থানায় নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে।

לא נמצאו הערות


News Card Generator