সাতক্ষীরায় বিনামূল্যে চক্ষু সেবা: দরিদ্রদের জন্য আলোর দিশা..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার: avatar   
সাতক্ষীরায় স্বদেশ সংস্থা ও সাইট সেভার্সের উদ্যোগে বিনামূল্যে ছানি অপারেশন ও চক্ষু সেবা প্রদান করা হয়েছে..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা :

সাতক্ষীরা সদর উপজেলার বাবুলিয়া দাশ পাড়া ঋষি পাড়া মিশন স্কুলে বৃহস্পতিবার (২৯ মে '২৫) সকালে স্বদেশ সংস্থার উদ্যোগে এবং সেবামুলক সংস্থা সাইট সেভার্স এর সহযোগীতায় খুলনা বি এন এস বি চক্ষু হাসপাতাল খুলনা  এর বাস্তবায়নে শতাধিক এর অধিক দরিদ্র দলিত ও অনগ্রসর মানুষের বিনামুল্যে ছানি অপারেশন, চক্ষু চিকিৎসা সেবা উষধ ও চষমা বিতরন সহ চিকিৎসা পরামর্শ দেওয়া হয়েছে। 

এ সময় উপস্থিত ছিলেন, খুলনা বিএনএনবি চক্ষু হাসপাতালের পক্ষে এসিস্টেন্ট সার্জন ডাক্তার সানজিদা, মো: আলিমুর রেজা- ইনক্লুশন অফিসার, আল্ আমিন চশমা পরিক্ষক, রমেশ দাস প্রাক্তন মেম্বর, স্বদেশ সংস্থার প্রগ্রাম অফিসার দেবজ্যোতি ঘোষ,  সৃজনী সংস্থার জয় সরদার। 

স্বদেশ সংস্থার নির্বাহি পরিচালক মাধব চন্দ্র দত্ত এসময় উপস্থিত চিকিৎসা প্রার্থীদের জন্য চলমান সেবা অব্যহত রাখতে আয়োজক সংস্থা গুলোর প্রতি অনুরোধ জানিয়ে  সাইটসেভার্স, খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতাল খুলনা, স্বদেশ স্মার্ট হেলথ কেয়ার এবং স্থানীয় সামাজিক সংগঠন সমুহকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

Geen reacties gevonden


News Card Generator