শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা:
সাতক্ষীরার আশাশুনিতে খানের পানিতে এক বৃদ্ধ’র ভাসমান লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (২২ মে '২৫) দুপুরে উপজেলার কাদাকাটি এলাকার সাড়ে পাঁচ আনা খাল থেকে ভাসমান অবস্থায় ঐ লাশ উদ্ধার করা হয়।
নিহতের নাম রওশন আলী (৬৫) তিনি আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামের মৃত আবু মুন্সী সরদারের পুত্র।
স্থানীয়রা তৃতীয় মাত্রাকে জানান, খালের পানিতে একটি লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে খালের পানি থেকে লাশ উত্তোলন করে। এসময় উপস্থিত তার পুত্র সাইফুল ইসলাম দেখেন এটি তার পিতার রওশান আলীর লাশ।
পুত্র সাইফুল তৃতীয় মাত্রাকে জানান তার পিতা সকালে ভাত খেয়ে মাঠে গিয়ে ছিল কিন্তু ফিরে আসেনি। তবে তার পরিবার বিভিন্ন জায়গায় খোজাখুজি করতে ছিল।
বিষয়টি নিশ্চিত করে আশাশুনি থানার অফিসার ইনর্চাজ সামছুল আরেফিন তৃতীয় মাত্রাকে জানান, পানিতে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়েছে। মৃত্যুও কারণ নিশ্চিত করেতে লাশটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।