close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

সাতক্ষীরায় ৪ চোরাকারবারী ও মানব পাচারকারীর সেনা ক্যাম্পে আত্মসমর্পণ..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার: avatar   
শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার:
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সীমান্তবর্তী ভেটখালি এলাকায় বিজিবি ও সেনাবাহিনীর ষাঁড়াশি অভিযানের মুখে চারজন চোরাচালাানী ও মানব পাচারকারি আত্মসমর্পণ..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা: 

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সীমান্তবর্তী ভেটখালি এলাকায় বিজিবি ও সেনাবাহিনীর ষাঁড়াশি অভিযানের মুখে চারজন চোরাচালাানী ও মানব পাচারকারি আত্মসমর্পণ করেছে। 

রবিবার (২১ ডিসেম্বর '২৫) দিনভর অভিযানের একপর্যায়ে বিকেল ৫টার দিকে  তারা কালিগঞ্জ সেনা ক্যাম্পে আত্মসমর্পণ করে।

আত্মসমর্পণকারি চোরাকারবারিরা হলো, শ্যামনগর উপজেলার সাহেবখালী গ্রামের রফিকুল ইসলাম ওরফে নেদা কয়াল, পশ্চিম কৈখালীর রেজাউল ইসলাম, কৈখালী গ্রামের হাফিজুর রহমান ও পূর্ব কৈখালীর আব্দুর রহিম। 

স্থানীয়রা জানান, আত্মসমর্পণকৃত চারজন চোরাকারবারি, গুলি, আসলাম, নৈকাটি, দুরমুজখালি ও গোলাখালির একটি বড় মানবপাচার চক্র কালিন্দী ও রায়মঙ্গল নদীসহ সুন্দরবনের মধ্যভাগ দিয়ে ভারত  থেকে মাদকের চালান আনতো। ইতিপূর্বে কয়েকজন আটক হলেও এসব অপরাধীরা তাদের কার্যক্রম অব্যাহত রেখেছিল।  বিজিবি ও সেনাবাহিনীর অভিযানে চারজন আত্মসমর্পণ করলেও অনেকেই রয়ে গেছে ধরা ছেঁায়ার বাইরে। তারা সুন্দরবনে ডাকাতির সঙ্গেও যুক্ত।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ খালেদুর রহমান জানান, যৌথ বাহিনী চারজন আসামীকে রাতে থানায় হস্তান্তর করে। এসব আসামীদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। 

সোমবার (২২ ডিসেম্বর '২৫) সকালে আদালতের ম্যাধমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।

نظری یافت نشد


News Card Generator