close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

সাতক্ষীরায় উদ্ধোধিত ভূমিমেলা-২০২৫: নিয়মিত ভূমি উন্নয়ন ও সুরক্ষিত জমি প্রদান..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার: avatar   
সাতক্ষীরায় তিন দিন ব্যাপী চলা ভূমিমেলা-২০২৫ উদ্ধোধিত হয়েছে, ভূমি উন্নয়ন এবং সুরক্ষিত জমি প্রদানে গুরুত্ব দেওয়া হয়েছে..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা: 

"নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় তিন দিন ব্যাপী ভুমিমেলা-২০২৫ এর উদ্ধোধন করা হয়েছে।

রবিবার (২৫ মে '২৫) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন ও ফেস্টুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন, সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। 

মেলার উদ্বোধন শেষে জেলা প্রশাসকের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় ভূমি সেবার উপর প্রেজেন্টেশন উপস্থাপন করেন, সদর উপজেলা ভূমি কর্মকর্তা অতীশ সরকার।

এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মইন, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অতীশ সরকার, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহির ডাবলু, জেলা বিএনপি'র যুগ আহবায়ক হাসান আল হাদি, সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা মোশারফ হোসেন, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি , মমতাজ আহমেদ বাপ্পী প্রমুখ।

জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এই ভূমি মেলা রবিবার ২৫ মে থেকে আগামী ২৭ মে পর্যন্ত তিনদিন ব্যাপী চলবে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত মেলার স্টল গুলোতে ভূমি সংক্রান্ত যাবতীয় সেবা প্রদান করা হবে। 

md suhraf miah
md suhraf miah 7 buwan kanina
nice
0 0 Sumagot
Magpakita ng higit pa


News Card Generator