close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

সাতক্ষীরা সরকারি কলেজে ছাত্রদলের নেতার বিরুদ্ধে অপপ্রচারে ছাত্রদল নেতাকর্মীরা ক্ষোভিত..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা avatar   
সাতক্ষীরা সরকারি কলেজে ছাত্রদলের নেতার বিরুদ্ধে অপপ্রচারে ছাত্রদল নেতাকর্মীরা ক্ষোভিত হয়েছে। ছাত্রদল নেতা রাব্বীর কাছে অপপ্রচারের অভিযোগ তুলেছে ছাত্রদল নেতাকর্মীরা..
শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা:
 
সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক দুঃসময়ের ছাত্রদল নেতা শাহ্ মোঃ আরাফাত রহমান রাব্বীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারে ক্ষোভ প্রকাশ করেছেন ছাত্রদল নেতাকর্মীরা।
 
ছাত্রদল নেতা রাব্বী বিগত সময়ে শেখ হাসিনা বিরোধী আন্দোলন ২৪এর আন্দোলনের একজন সম্মুখসারীর নেতা ছিলেন বলে জানান ছাতদলকর্মীরা।

সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ শাহ আরাফাত রহমান রাব্বী জানান, ছাত্রদলের কলেজ কমিটির সভাপতি পদপ্রার্থী হওয়ার কারণে একদল স্বার্থনেস্বী মহল আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। ফেসবুকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের যে তালিকা প্রকাশ করা হয়েছে তা এডিট করে আমার নাম বসিয়ে আমার সম্মানহানির জন্য প্রচার চালাচ্ছে। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঐ কিমিটি যখন প্রকাশ করা হয় তখন আমি সাতক্ষীরা দিবা নৈশ কলেজে লেখাপড়া করি।

তিনি আরও জানান, আমি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তির আন্দোলন থেকে শুরু করে সময় ২৪ এর আন্দোলনে রাজপথে থেকে আন্দোলন করেছি। আমি দুঃসময়ে সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক ও বর্তমানেও সুনামের সহিত দায়িত্ব পালন করছি।
রাব্বী আরও বলেন, আমি যাতে সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি পদে না থাকতে পারি তার কারণে আমার প্রতিপক্ষরা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কমিটির তালিকা সুপার এডিট করে ফেসবুকে অপপ্রচার চালাচ্ছে। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঐ কমিটির সময় আমি সাতক্ষীরা সরকারি কলেজে ভর্তিই হয়নি।
সাতক্ষীরা জেলা ছাত্রদলের সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক আবু রায়হান বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কমিটির তালিকা এডিট করে রাব্বীর নাম যুক্ত করেছে। সে প্রকৃতপক্ষে বিগত সময় ধরে ছাত্রদলের একজন সক্রিয় নেতা হিসেবে দায়িত্ব পালন করে আসছে। আমি এই অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

সাতক্ষীরা জেলা ছাত্রদলের সদ্য সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন জানান, কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক রাব্বী দুঃসময়ের একজন ছাত্রদল নেতা। রাব্বী সবসময় রাজপথে থেকে আন্দোলন করেছে। সে কলেজ ছাত্রদলের সভাপতি প্রার্থী হওয়ার কারণে তার প্রতিপক্ষরা তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

সাতক্ষীরা জেলা ছাত্রদলের সদ্য সাবেক সভাপতি ও জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ শরীফুজ্জামান সজিব জানান, রাব্বী অত্যন্ত সৎ ও একজন আদর্শবান ছাত্রদল নেতা। সে বিগতে সময়ে সাহসের সাথে সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়কের দায়িত্ব পালন করেছে। তার বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
 
No se encontraron comentarios