close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

সাতক্ষীরা সরকারি কলেজ রোড নির্মাণ কাজের উদ্বোধন

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা avatar   
শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
সাতক্ষীরা সরকারি কলেজ রোডের নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠিত

শেখ আমিনুর হোসেন, জ্যেষ্ঠ প্রতিবেদক: সাতক্ষীরা: সাতক্ষীরা অবশেষে সাতক্ষীরা সরকারি কলেজ রোড নির্মাণ কাজের উদ্বোধন হয়েছে। 

মঙ্গলবার (১৫ এপ্রিল '২৫) বেলা ১১টায় শহরের পোস্ট অফিস মোড়ে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে কার্পেটিং এর উদ্বোধন করেন, স্থানীয় সরকার বিভাগ সাতক্ষীরার উপ-পরিচালক মাসরুরা ফেরদৌস।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার সাবেক মেয়র তাজকিন আহমেদ চিশতী, নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, প্রশাসনিক কর্মকর্তা মো: লিয়াকত আলী, জার্মানি কেএফ ডব্লিউ এর প্রজেক্ট কনসালটেন্ট প্রকৌশলী মিরাজ আহম্মেদ, সহকারী প্রকৌশলী পীযুষ মল্লিক, উপ-সহকারি প্রকৌশলী সাগর দেবনাথ, ঠিকাদার প্রতিনিধি শিহাবুজ্জামান প্রমুখ।

সিআরআইএম প্রকল্পের আওতায় ৩ কোটি টাকা ব্যয়ে জার্মানি কেএফ ডব্লিউ এর অর্থায়নে সাতক্ষীরা পোস্ট অফিস মোড় হতে পুরাতন সাতক্ষীরা হাটখোলা মোড় পর্যন্ত ১৮১৫ মিটার কার্পেটিং রাস্তা নির্মাণ করা হচ্ছে। 


উল্লেখ্য, সাতক্ষীরা পৌরসভার নির্বাচিত মেয়র বিএনপি নেতা তাসকিন আহমেদ চিশতীকে ফ্যাসিস্ট আওয়ামীলীগের কাউন্সিলর ফিরোজ হোসেন বিভিন্ন মামলায় তাকে ফাঁসিয়ে দেন। এমনকি ফ্যাসিস্ট হাসিনা সরকারের আজ্ঞাবহ আদালতের রায় নিয়ে মিথ্যাচার করে তাজকিন আহমেদ চিশতীকে তাঁর পদ থেকে সরিয়ে দিয়ে ফিরোজ হোসেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়েছিলেন। তিন বছরেরও অধিক সময় ধরে ফিরোজ হোসেন ও তার সহযোগীরা সাতক্ষীরা পৌরসভার অর্থ লুটপাট করেছেন।

সাতক্ষীরা সরকারি কলেজ রোডসহ পৌরসভার একাধিক সড়ক খানা খন্দে পরিনত হয়। খাবার পানি সরবরাহ থেকে শুরু করে পৌরসভার জনকল্যাণ কাজ স্থবির হয়ে পড়ে। বর্তমান অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর ফ্যাসিস্ট ফিরোজ হোসেন পলাতক রয়েছেন।

কোন মন্তব্য পাওয়া যায়নি