সাতক্ষীরায় সেনাবাহিনীর গাড়ি ধাক্কা, পাঁচজন আহত

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার: avatar   
শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার:
সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর বাজার সংলগ্ন এলাকায় সেনাবাহিনীর একটি গাড়ি নিয়ন্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়, পাঁচজন আহত হয়েছেন..

শেখ আমিনুর হোসেন, জ্যেষ্ঠ প্রতিবেদক, সাতক্ষীরা: সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর বাজার সংলগ্ন এলাকায় সেনাবাহিনীর একটি গাড়ি নিয়ন্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা ঘটেছে। এ দুর্ঘটনায় গাড়িতে থাকা পাঁচজন সেনাসদস্য আহত হয়েছেন।

সোমবার (২১ এপ্রিল '২৫) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। আহত সেনাসদস্যদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে রয়েছেন- সৈনিক রমজান, তার বুকে ও পায়ে আঘাত লেগেছে এবং সৈনিক সৈকত, যিনি কপাল, মাথা ও বাম হাতের সোল্ডারে আঘাত পেয়েছেন। এ ছাড়া আংশিক আহত হয়েছেন সার্জেন্ট নজরুল, সৈনিক রায়হান ও মেহেদী।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে সেনাবাহিনীর একটি গাড়ি ধুলিহর বাজার এলাকা দিয়ে যাওয়ার সময় নিয়ন্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে গাড়িতে থাকা ৪-৫ জন সেনাসদস্য আহত হয়েছেন। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা আহতদের হাসপাতালে নিয়ে যান। সেনাবাহিনী ও পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator