close

লাইক দিন পয়েন্ট জিতুন!

সাতক্ষীরায় রাসায়নিক দিয়ে পাকানো ৫ ক্যারেট অপরিপক্ক আম জব্দ..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার: avatar   
শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার:
সাতক্ষীরায় রাসায়নিক দিয়ে পাকানো ৫ ক্যারেট অপরিপক্ক আম জব্দ করা হয়েছে গোয়েন্দা পুলিশ দ্বারা। এই আম ঢাকায় নিয়ে যাওয়া হতো, তবে কাউকে আটক করা সম্ভব হয়নি..

শেখ আমিনুর হোসেন, জ্যেষ্ঠ প্রতিবেদক, সাতক্ষীরা: রাসায়নিক দিয়ে পাকানো ৫ ক্যারেট অপরিপক্ক আম জব্দ করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার (১৫ এপ্রিল '২৫) দিবাগত রাত ১১টায় সাতক্ষীরা শহরের সঙ্গীতা মোড় এলাকায় ঢাকাগামী যমুনা লাইন পরিবহন থেকে এ আম জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। 

অভিযানে নেতৃত্ব দেওয়া সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক পিন্টুলাল দাস জানান, যমুনা লাইন নামের ঢাকাগামী পরিবহনে (ঢাকা মেট্রো-ব-১৩-২২১৫) কালিগঞ্জের নলতা থেকে রাসায়নিক দিয়ে পাকানো এই আম ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে শহরের সঙ্গীতা মোড়ে বাসটি তল্লাশি করে এসব আম পাওয়া যায়। আমের আনুমানিক ওজন ১২০ কেজি। এগুলো পরে ধ্বংস করা হবে। 

ঢাকাগামী যমুনা পরিবহনের সুপারভাইজার মাসুদ রানা বলেন, কোন এক ব্যক্তি এসব আম ঢাকায় পাঠানোর উদ্দেশ্যে পরিবহন খরচ দিয়ে উঠিয়ে দিয়েছে। এছাড়া তিনি আর কিছু জানেন না। 

তবে কে এই আম বুকিং করেছে তা জানতে চাইলে উপ-পরিদর্শক পিন্টু বলেন, এ ব্যাপারে তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। আর এ ধরনের অভিযান অব্যহত থাকবে।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator