close

লাইক দিন পয়েন্ট জিতুন!

সাতক্ষীরা প্রেসক্লাবে হাবিবুল ইসলামের সাংবাদিকদের প্রতি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা avatar   
সাতক্ষীরা প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সভায় সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়েছেন..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা:

সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব রবিবার (২৯ জুন '২৫) সন্ধ্যায় সাতক্ষীরা প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের উদ্দেশ্যে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান। তিনি বলেন, 'সাংবাদিকরা দেশ ও জাতির গর্ব। সমাজে তাদের অনেক দায়িত্ব রয়েছে।'

অনুষ্ঠানটি সাতক্ষীরা প্রেসক্লাবের দ্বিতীয় তলায় অনুষ্ঠিত হয়, যেখানে প্রেসক্লাবের সভাপতি আবু নাসের মোঃ আবু সাঈদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল বারীর উপস্থিতিতে প্রেসক্লাবের সামগ্রিক কর্মকাণ্ড তুলে ধরা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত হাবিবুল ইসলাম হাবিব প্রেসক্লাবের কার্যক্রম সম্পর্কে মনোযোগ সহকারে শুনেন এবং বলেন, 'প্রেসক্লাব নিয়ে ষড়যন্ত্র কখনোই মেনে নেওয়া হবে না। যারা প্রেসক্লাব নিয়ে ষড়যন্ত্র করছে, আমি তাদের সাথে নেই। আমি অন্যায়ের সাথে কখনো আপোস করিনি, করবও না।'

তিনি উল্লেখ করেন, 'ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে আমার নামে মিথ্যা মামলা দিয়ে বিভিন্ন ধারায় ৭০ বছরের সাজা দেওয়া হয়েছিল। কয়েকজন সাংবাদিক আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে আমার বিরুদ্ধে মিথ্যা স্বাক্ষী দিয়েছিল। কিন্তু পরবর্তীতে সেই মহিলা সাংবাদিক আল্লাহর বিচার পেয়েছেন এবং তিনি এখন জেলে রয়েছেন।'

হাবিবুল ইসলাম আরো উল্লেখ করেন, '২৪ এর আন্দোলনের সময় কলারোয়ার একটি হোটেলে আগুন দেওয়া হয়েছিল। এই হোটেলকে সনাতনীদের মন্দির বানিয়ে তা ভারতের ষাটটিরও বেশি ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় প্রচার করা হয়েছিল। এই মিথ্যাচারে সাতক্ষীরার কিছু সাংবাদিকও সহায়তা করেছিল।' তিনি এ ধরনের মিথ্যাচার থেকে সাংবাদিকদের বিরত থাকার আহ্বান জানান এবং বলেন, 'বস্তুনিষ্ঠ সংবাদই হোক সাংবাদিকতা।'

অনুষ্ঠানে সাবেক সভাপতি জি.এম মনিরুল ইসলাম মিনি, যুগ্ম সাধারণ সম্পাদক এম রফিক, সাংগঠনিক সম্পাদক সৈয়দ রফিকুল ইসলাম শাওনসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। হাবিবুল ইসলাম হাবিব প্রেসক্লাবের উন্নয়নে সহযোগিতার আশ্বাসও দেন।

لم يتم العثور على تعليقات