close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

সাতক্ষীরায় পৌর ও সদর যুবদলের উদ্যোগে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মশালা ..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার: avatar   
শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র দেশ গড়ার পরিকল্পনা শীর্ষ কর্মশালা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা: 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র দেশ গড়ার পরিকল্পনা শীর্ষ কর্মশালা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
 
সোমবার (১৫ ডিসেম্বর '২৫) বিকালে শহরের মাওয়া চাইনিজ রেস্তোরা সংলগ্ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কার্যালয়ের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল পৌর ও সদর উপজেলা যুবদল সাতক্ষীরার আয়োজনে সদর থানা যুবদলের আহবায়ক নজরুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বারবার নির্বাচিত সাবেক পৌর কাউন্সিলর শফিকুল আলম বাবু।
 
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জাতীয়তাবাদী দল বিএনপি জনগণের সরকার ও উন্নয়নের সরকার। দেশের শান্তি-শৃঙ্খলা ও উন্নয়নের লক্ষ্যে দেশের মানুষ জাতীয়তাবাদী দল বিএনপির সাথেই আছে। দেশের উন্নয়নের লক্ষ্যে জাতীয়তাবাদী দল বিএনপি'র আর প্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্রের অবকাঠামো উন্নয়নে একত্রিশ দফা তুলে ধরেছেন এবং জাতীয়তাবাদী দল বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে দেশের উন্নয়নে জনগণের স্বার্থে যে কর্মপরিকল্পনা ঘোষণা করেছে তা দেশের সাধারণ জনগণ ও ভোটারদের মাঝে তুলে ধরতে হবে। কর্মপরিকল্পনা সম্বলিত লিফলেট মানুষের বাড়ি বাড়ি গিয়ে বিতরণের উদ্যোগ গ্রহণ করার আহ্বান জানান তিনি। 
 
মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর থানা যুবদলের যুগ্ম আহবায়ক গোলাম রব্বানী, রাসিউল করিম রোমান, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক দেবাশীষ চৌধুরী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এস আই আশা, এডভোকেট মেহেদী হাসান, হাসানুর রহমান, কামরুল ইসলাম, আশরাফ হোসেন, আরিফ ইকবাল, তরিকুল ইসলাম সোহাগ, পারভেজ রোমেল, জীবন আলী, শাহাদাত হোসেন, আজিজুল ইসলাম নান্টু, ইব্রাহিম খলিল সোহাগ ও রাজিবুল ইসলাম প্রমুখ। 
 
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর যুবদলের সদস্যসচিব মাসুম রানা সবুজ। 
 
এ সময় জাতীয়তাবাদী দল পৌর, সদর ও ওয়ার্ড এবং ইউনিয়ন যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Không có bình luận nào được tìm thấy


News Card Generator