close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

সাতক্ষীরা পলিটেকনিকে এসপিআই রিইউনিয়ন ২০২৫ অনুষ্ঠিত

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার: avatar   
শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার:
সাতক্ষীরা সরকারি পলিটেকনিকে বুধবার (০২ এপ্রিল '২৫) সকালে এলামনাই এসোসিয়েশন অব সাতক্ষীরা পলিটেকনিক কর্তৃক আয়োজিত এসপিআই পুনর্মিলনী-২০২৫  অনুষ্ঠিত হয়েছে।..

শেখ আমিনুর হোসেন, জ্যেষ্ঠ প্রতিবেদক, সাতক্ষীরা: সাতক্ষীরা সরকারি পলিটেকনিকে বুধবার (০২ এপ্রিল '২৫) সকালে এলামনাই এসোসিয়েশন অব সাতক্ষীরা পলিটেকনিক কর্তৃক আয়োজিত এসপিআই পুনর্মিলনী-২০২৫  অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২০০৫-০৬ সেশনের প্রাক্তন শিক্ষার্থী ও আহবায়ক  প্রকৌশলী মো: আলমগীর হোসেন ও  শুভেচ্ছা বক্তব্য রাখেন সদস্য সচিব জাবির বিন মাহফুজ। এসময় স্মৃতিচারণ ও শিক্ষার্থীদের উদ্দেশ্য বক্তব্য রাখবেন ২০০৪-০৫ সেশনের অত্র পলিটেকনিকের ১ম ব্যাচের কম্পিউটার টেকনোলজির প্রাক্তন মেধাবী ছাত্র অসীম ঘরামী সহ অনেকে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অধ্যক্ষ প্রকৌ: জি.এম. আজিজুর রহমান,  বিশেষ অতিথি ড. এম.এম. নাজমুল হক, জনাব সিদ্দিক আলী, গৌতম কুমার বিশ্বাস এবং উপদেষ্টা মন্ডলীর সদস্য মোঃ হাবিবুল্লাহ গাজী, শেখ মোঃ গোলাম রাব্বানী  অনেকে।

দিনব্যাপী এই আয়োজনে ৪০০ জন প্রাক্তন শিক্ষার্থীদের ও অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। হৃদয়ে এস.পি.আই নামে একটি  স্মরণিকার মোড়ক উম্মেচন করা হয়। স্মরণিকাটি সম্পাদনা করেন ২০০৫-০৬ সেশনের প্রাক্তন শিক্ষার্থী মোঃ শাহরিয়ার কবির ও সহ-সম্পাদক প্রকৌ. মোঃ মনিরুল ইসলাম (মনি), সম্পাদনা পরিষদে ছিলেন পার্থ সরকার, কাজী মোস্তফা ইমরান, মোখলেছুর রহমান, মোঃ খালিদ হোসেন, বাদশা আলম।

সভাপতি ও আহবায়ক  প্রকৌশলী মো: আলমগীর হোসেন তার বক্তব্যে প্রাক্তন শিক্ষার্থী, যারা স্পন্সর করেছেন এবং সর্বোপরি এই অনুষ্ঠান সফল করতে যারা ভূমিকা রেখেছেন তাদের ভূয়সী প্রশংসা করেন এবং চিরকৃতজ্ঞ স্বীকার করেন।

বিকালে সাংস্কৃতিক অনুষ্টানে গান পরিবেশনে করেন সংগীত শিল্পী পথিক নবী ও রক্সি।সব শেষ লটারী অনুষ্ঠিত হয় যেখানে ল্যাপটপসহ ৩০ টি পুরুষ্কার ছিলো।প্রোগ্রামটি সফল করতে যারা অবদান রেখেছেন তাদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়।

कोई टिप्पणी नहीं मिली


News Card Generator