close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

সাতক্ষীরায় নারী নেতৃত্বের ক্ষমতায়ন বিষয়ে এডভোকেসি সভা অনুষ্ঠিত..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা avatar   
সাতক্ষীরার তালা উপজেলায় নারী নেতৃত্বের ক্ষমতায়ন বিষয়ে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে, যেখানে স্থানীয় সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অংশগ্রহণ করে..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা :

সাতক্ষীরায় সিদ্ধান্ত গ্রহন প্রক্রিয়ায় নারী নেতৃত্বের প্রচার ও ক্ষমতায়ন বিষয়ে স্থানীয় সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে এডভোকেসি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ জুন-২০২৫) সকাল ১০ টায় তালা উপজেলার নগরঘাটা ইউনিয়ন পরিষদ হলরুমে বেসরকারী উন্নয়ন সংস্থা সিডো বাস্তবায়নে একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় সিদ্ধান্ত গ্রহন প্রক্রিয়ায় নারী নেতৃত্বের প্রচার ও ক্ষমতায়ন বিষয়ে স্থানীয় সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে এডভোকেসি সভায় নগরঘাটা ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা মো. আমিনুর ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শিবপদ মন্ডল।

উক্ত এডভোকেসিতে  সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরঘাটা ইউনিয়নের ইউপি সদস্য মো. নুরুজ্জামান মুকুল, সংরক্ষিত মহিলা সদস্যা মোছা: মর্জিনা বেগম, ছবিরন্নেছা, চপলা রানী বিশ^াস, ধানদিয়া ইউনিয়নের ইউপি সদস্য মো. আব্দুর রউফ, উপ-সহকারী মেডিকেল অফিসার বিথিকা পাল, পরিবার পরিকল্পনা পরিদর্শক ইমামুল ইসলাম, নগরঘাটা বোর্ড সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পারভীন সুলতানা ও যুব সদস্যবৃন্দ।

উক্ত সংলাপে স্বাগত বক্তব্য প্রদান করেন একশনএইড বাংলাদেশ এর ইন্সপেরিটর সুমন আচার্য্য । প্রকল্পের কার্যক্রম ও প্রোগ্রামের লক্ষ্য-উদ্দেশ্য ও প্রতিবেদন উপস্থাপন করেন প্রোগ্রাম অফিসার চন্দ্র শেখর হালদার।
বক্তব্য রাখেন ঐক্য যুব সংঘের সভাপতি জুবায়ের আহমেদ সুজন, সদস্য ঐশী সরদার ও ফিরোজা খাতুন, স্বপ্নসিড়ি যুব সংঘের সভাপতি রাকিব হোসেন। 

এডভোকেসির উদ্দেশ্য ছিল যুব ও নারীর ক্ষমতায়ন এবং নেতৃত্ব বিকাশকে উৎসাহিত করার জন্য বাস্তবায়িত উদ্যোগগুলি উপস্থাপন করে কমিউনিটি পর্যায়ে সচেতনতা সৃষ্টি করা। সরকারী পরিসেবা প্রতিষ্ঠানের সাথে যুব ও নারীদের সংযুক্ত করা এবং বিভিন্ন প্লাটফর্মে অংশগ্রহনের সুযোগ তৈরী করা। যুব নারীদের নেতৃত্বের ভুমিকা গ্রহন ও স্বনির্ভরতার জন্য উদ্যোক্তা তৈরীতে উৎসাহিত করা। এডভোকেসি থেকে যুবদের চাহিদা ছিল যুব নারীদের দ্বারা বাস্তবায়িত বিভিন্ন উদ্যোগ উপস্থাপনের মাধ্যমে জনসেবা কর্তৃপক্ষ দৃশ্যমান হবে এবং অন্যান্যদের উৎসাহিত করা হবে। যুব/নারী এবং স্থানীয় সরকার পরিসেবা প্রদানকারীদের মধ্যে শক্তিশালী সংযোগ স্থাপন, যার ফলে সহায়তা পরিসেবা এবং সিদ্ধান্ত গ্রহনের প্লাটফর্মে অংশগ্রহনের সুযোগ উন্নত হবে। ইউনিয়ন পরিষদ ও ফরম্যাল কমিটিতে সিদ্ধান্ত গ্রহন প্রক্রিয়ার যুব নারীদের অন্তভর্‚ক্তি করা।
সংলাপে আলোচনার বিষয়বস্তু ছিল, যুব নারীদের  নেতৃত্তে¡র  জায়গাগুলো কী হতে পারে? নারী নেতৃত্তে¡র ক্ষেত্রে বাঁধাসমুহ কী কী? বাঁধা সমুহ দুর করার উপায়সমুহ কী কী? বাধা সমুহ দুর করার ক্ষেত্রে বিভিন্ন সেক্টর এ্যাক্টরদের ভূমিকা সমুহ কী কী? নারী নেতৃত্তে¡র ক্ষেত্রে বাহ্যিক বাঁধাসমুহ দুর করার ক্ষেত্রে বিভিন্ন সেক্টর এ্যাক্টরদের (তথা পরিবার, কমিউনিটি, সাংবাদিক, সিভিল সোসাইটি, স্থানীয় সরকার ও প্রশাসনের ভূমিকা কী হতে পারে):  যুব নারী নেতৃত্তে¡র ক্ষেত্রে বর্তমান সমাজে বিদ্যামান সুযোগ সুবিধাগুলো কী কী? ইত্যাদী বিষয়ে বক্তারা দিকনির্দেশনা প্রদান করেন। পারিবারিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নেতৃত্ত¡ দিতে পারেন, সামাজিক বিভিন্ন কার্যক্রমে নারীরা নেতৃত্ত¡ দিতে পারেন ও রাজনৈতিক কার্যক্রমে অংশগ্রহণ ও সিদ্ধান্ত গ্রহন প্রক্রিয়ায় নেতৃত্ত¡ দিতে পারেন।


সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালচনায় ছিলেন প্রকল্প সমন্বয়কারী মো: তহিদুজ্জামান (তহিদ), এ ছাড়াও উপস্থিত ছিলেন প্রোগ্রাম অফিসার চন্দ্র শেখর হালদার, ফেলো শাওন প্রমুখ ।

לא נמצאו הערות