শেখ আমিনুর হোসেন, জ্যেষ্ঠ প্রতিবেদক, সাতক্ষীরা: ‘সাহসী ও দায়িত্বশীল আগামীর প্রজন্ম' এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় নানা আয়োজনে জাতীয় স্কাউটস দিবস পালিত হয়েছে। বাংলাদেশ স্কাউটস সাতক্ষীরা সদর উপজেলা শাখার আয়োজনে দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার (০৮ এপ্রিল '২৫) সকাল ১০টার দিকে র্যালি, পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সাতক্ষীরা শহরের ডিসি বাংলো সংলগ্ন স্কাউটস ভবন থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা কালেক্টরেট স্কুলে গিয়ে শেষ হয়।
পরে কালেক্টরেট স্কুল চত্বরে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শেষে কালেক্টরেট স্কুলের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা স্কাউটস কমিশনার শাহাজাহান আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, খুলনা বিভাগীয় স্কাউটস এর সহ-সভাপতি এম ঈদুজ্জামান ইদ্রিস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা স্কাউটস এর কমিশনার আব্দুল মাজেদ, সদর স্কাউটস এর সেক্রেটারী মনোরঞ্জন মন্ডল, ইউনিট লিডার ইমরান হোসেন, মোবাশ্বের রহমানসহ অন্যান্যরা।
এতে এসময় শহরের বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে স্কাউটসের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহন করেন।
 'আই নিউজ বিডি' অ্যাপ
  'আই নিউজ বিডি' অ্যাপ
  
  
 
		 
				 
			



















 
					     
			 
						 
			 
			 
			 
			 
			 
			