close

লাইক দিন পয়েন্ট জিতুন!

সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কে পরিবহন-পিকআপ মুখোমুখি সংঘর্ষে আহত ৭..

এস এম তাজুল হাসান সাদ avatar   
এস এম তাজুল হাসান সাদ
****

সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কে পরিবহন-পিকআপ মুখোমুখি সংঘর্ষে আহত ৭


সাতক্ষীরার দেবহাটা উপজেলার বহেরা বাজারের তালবাগান এলাকায় যাত্রীবাহী একটি পরিবহন ও রেনুপোনা বোঝাই পিকআপের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৭ জন আহত হয়েছেন।

সোমবার (২৬ মে) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শ্যামনগর থেকে ছেড়ে আসা ঢাকাগামী 'হামদান পরিবহন' (যশোর-ব ১১-০১৯৯) এবং সাতক্ষীরা থেকে ছেড়ে আসা কালিগঞ্জগামী পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো ড ১২-৪৪৭৬) তালবাগান এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ ঘটে।

স্থানীয়দের ভাষ্যমতে, হামদান পরিবহনটি বিপরীত দিক থেকে আসা পিকআপকে সজোরে ধাক্কা দিলে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে এবং দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনায় পিকআপ চালকসহ উভয় যানবাহনের মোট ৭ জন গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Nessun commento trovato