সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক আব্দুল করিম

Ranajit Barman avatar   
Ranajit Barman
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে জেলার সাত উপজেলার মধ্যে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন তিনি।..

সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক আব্দুল করিম

রনজিৎ বর্মন  শ্যামনগর (সাতক্ষীরা)প্রতিনিধি ঃ সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন শ্যামনগর উপজেলার বনশ্রী শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক মোঃ আব্দুল করিম। জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে জেলার সাত উপজেলার মধ্যে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন তিনি।

জানা যায় শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউপির চুনকুড়ি গ্রামের পিতা আরশাদ আলী গাজী ও মাতা নসিরুন বেগমের সন্তান তিনি। ১৯৭৮ ইং সালে তিনি জন্ম গ্রহণ করেন। শিক্ষা জীবনে প্রাথমিকে ২৬ নং যতিন্দ্রনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিকে সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ পর্যায়ে সাতক্ষীরা সরকারি কলেজে লেখাপড়া করেন। শিক্ষক হিসাবে প্রথম চাকুরী শুরু করেন ২০১৭ সালের ২৬ শে এপ্রিল উপজেলার জহিরনগর সিদ্দিকীয়া মাদ্রাসায় সহকারী শিক্ষক হিসাবে। পরবর্তীতে ২০১৭ সালের ৬ নভেম্বর বনশ্রী শিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসাবে যোগদান করেন। বনশ্রী শিক্ষা নিকেতনে যোগদান করার পর বিদ্যালয়ে শিক্ষা, সাংস্কৃতি, ক্রীড়া ও ভৌত অবকাঠামো সহ অন্যান্য ক্ষেত্রে উন্নয়ন ঘঠিয়েছেন বলে অভিভাবকবৃন্দ মত প্রকাশ করেন।

জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় শ্যামনগর মাধ্যমিক শিক্ষক সমিতি, বনশ্রী শিক্ষা নিকেতনের শিক্ষক ও কর্মচারীবৃন্দ,অবিভাবকবৃন্দ সহ বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠান অভিনন্দন জ্ঞাপন করেছেন।

ছবি- শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান আব্দুল করিম।

 

Aucun commentaire trouvé


News Card Generator