close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

সাতক্ষীরায় ঈদ উপলক্ষে পশু হাটের নিরাপত্তা জোরদার: জেলা পুলিশের উদ্যোগ..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার: avatar   
আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে সাতক্ষীরায় পশু হাটের নিরাপত্তা ও জাল টাকা প্রতিরোধে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে জেলা পুলিশ..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা :

আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে সাতক্ষীরার পশু হাটের ইজারাদার এবং বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা করেছে জেলা পুলিশ। 


বৃহস্পতিবার  (২৯ মে '২৫) বিকাল ৪টায় পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম এর সভাপতিত্বে তার সম্মেলন কক্ষে জেলার পশু হাটের ইজারাদার, ব্যাংক কর্মকর্তা ও চামড়া ব্যবসায়ীদের সাথে এ’মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


সভায় পুলিশ সুপার বলেন, আসন্ন ঈদ ও পশুর হাটের জন্য সাতক্ষীরা জেলা পুলিশের পক্ষ হতে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঈদ ও পশুর হাটকে সামনে রেখে জাল টাকার প্রবনতা লক্ষ্য করা যায়। এব্যাপারে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান এবং ব্যাংকসমূহকে জাল টাকা প্রতিরোধে পশু হাটগুলোতে জাল টাকা সনাক্তকরণে মেশিন এর ব্যবস্থা রাখার অনুরোধ করেন। পশু হাটগুলোতে কোন ধরণের চাঁদাবাজির চেষ্টা করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং এর সাথে কেউ জড়িত থাকলে বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না বলে উল্লেখ করেন তিনি। যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সকলের সহযোগিতা কামনা করেন এবং বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন পুলিশ সুপার। 


এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শেখ ইমরান হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মিথুন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শাহীনুর চৌধুরী, চামড়া ব্যবসায়ী, পশু হাটের ইজারাদার ও ব্যাংক কর্মকর্তাগণ।

No comments found


News Card Generator