close

লাইক দিন পয়েন্ট জিতুন!

সাতক্ষীরায় বজ্রপাতে এক মহিলার মৃত্যু, অন্যটি আহত

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা avatar   
শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
সাতক্ষীরায় বজ্রপাতে এক মহিলার মৃত্যু হয়েছে এবং অন্যটি আহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ প্রস্তুতি নেওয়া হয়েছে..

শেখ আমিনুর হোসেন, জ্যেষ্ঠ প্রতিবেদক, সাতক্ষীরা: আকস্মিক  বজ্রপাতে এক দিন মজুর মহিলার মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে আরও একজন দিনমজুর মহিলা। সোমবার (২১ এপ্রিল '২৫) সকাল ১০ টা ৫২ মিনিটে সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী কাকমারি বিলে ইদ্রিস আলীর জমিতে ধান বহনের সময় এ ঘটনা ঘটে।

নিহতের নাম অমিত্তবান অ্যারো (৪৫)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার দিবালয় ছয়ঘড়িয়া গ্রামের আনারুল ইসলাম আনারের স্ত্রী।

আহত ব্যক্তির খুকুমনি (৪৭)। সে একই গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী। বর্তমানে খুকুমণি প্রাথমিক চিকিৎসার পর সুস্থ্য আছেন।

দিবালয় ছয়ঘরিয়া গ্রামের আব্দুল করিম জানান, দুই কন্যা সন্তানের জননী অমিত্তবান  সোমবার সকালে পার্শ্ববর্তী কুশখালী গ্রামের ইদ্রিস আলীর মাঠের ধান বহনের কাজ করতে যান। সকাল সাড়ে ১০টার দিকে আকাশে প্রচন্ড মেঘ হয়।খুকুমণিকে সাথে নিয়ে অমিত্ত্যবান দ্রুত এক  বোঝা  ধান বহনের জন্য মাঠে চলে যায়। শুরু হয় গুড়ি গুড়ই বৃষ্টি। তড়িঘড়ি করে লোকালয়ে আসছিলেন তারা। পথিমধ্যে বৃষ্টির সময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই অমেত্ত্ববানের মৃত্যু হয়। তার সঙ্গে থাকা খুকুমণি আহত হয়।তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিনুল হক জানান, বিষয়টি তিনি শুনেছেন।ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

कोई टिप्पणी नहीं मिली