close

লাইক দিন পয়েন্ট জিতুন!

সাতক্ষীরায় বিজিবির অভিযানে স্বর্ণের বার আটক

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার: avatar   
শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার:
সাতক্ষীরায় বিজিবির অভিযানে কুড়ি লক্ষাধিক টাকার স্বর্ণের বার আটক করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানের বিবরণ জানা যাচ্ছে..

শেখ আমিনুর হোসেন, জ্যেষ্ঠ প্রতিবেদক, সাতক্ষীরা: সাতক্ষীরায় বিজিবির অভিযানে কুড়ি লক্ষাধিক টাকার স্বর্ণের বার আটক করা হয়েছে।  মঙ্গলবার (২৯ এপ্রিল '২৫) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সাতক্ষীরা-বৈকারী সড়কের আবাদের হাট এলাকা থেকে উক্ত স্বর্ণের বার আটক করা হয়।

বিজিবি জানায়, সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক এর সার্বিক দিক নির্দেশনায় একটি বিশেষ আভিযানিক দল আসামিবিহীন ১৩৮ গ্রাম ১০০ মিলিগ্রাম ওজনের ০১টি স্বর্ণের বার আটক করে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা ৩৩ বিজিবি এর অধীনস্থ ঝাউডাংগা বিশেষ ক্যাম্প এর দায়িত্বাধীন সীমান্ত শূন্য লাইন হতে ০৮ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে আবাদের হাট এলাকা দিয়ে স্বর্ণ ভারতে পাচারের উদ্দেশ্যে গমন করবে বলে বিজিবি জানতে পারে।

উক্ত সংবাদ প্রাপ্তির পর অধিনায়কের নির্দেশে অত্র ব্যাটালিয়নের ঝাউডাংগা বিশেষ ক্যাম্পের টহল কমান্ডার হাবিলদার মোঃ আমিরুল ইসলাম এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল বর্ণিত স্থানে কৌশলে অবস্থান গ্রহণ করে।

এ সময় আভিযানিক দল সাতক্ষীরা শহর হতে সীমান্ত এলাকায় গমনকালে বর্ণিত স্থান হতে সন্দেহভাজন একজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য দাঁড়াতে বললে হাতে বহনকারী ০১টি ছোট ব্যাগ ফেলে দৌড়ে ঘন জঙ্গলে পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল উক্ত স্থানে তল্লাশি করে চোরাকারবারীদের ফেলে যাওয়া ব্যাগের মধ্যে হতে স্কচটেপ দ্বারা মোড়ানো অবস্থায় ০১টি স্বর্ণের বার উদ্ধার করে।

উদ্ধারকৃত স্বর্ণের ওজন ১৩৮ গ্রাম ১০০ মিলিগ্রাম। যার মূল্য ২০ লাখ ৪২ হাজার ৯১৩ টাকা। এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করতঃ স্বর্ণের বার সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator