সাত বিয়ে নিয়ে মুখ খুললেন সোহেল তাজ: ফেসবুকে দিলেন কড়া জবাব

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং শহীদ তাজউদ্দীন আহমদের ছেলে সোহেল তাজের বাগদান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল আলোচনা। গত ২৯ ডিসেম্বর সোহেল তাজ তার ইনস
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং শহীদ তাজউদ্দীন আহমদের ছেলে সোহেল তাজের বাগদান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল আলোচনা। গত ২৯ ডিসেম্বর সোহেল তাজ তার ইনস্পায়ার ফিটনেস সেন্টারে হাঁটু গেড়ে বসে শাহনাজ পারভীন শিমুর হাতে আংটি পরিয়ে বাগদান সম্পন্ন করেন। সেই ছবিটি ভাইরাল হওয়ার পর অনেকে দাবি করেন এটি তার সপ্তম বিয়ে। বিষয়টি নিয়ে বিভ্রান্তি ছড়ালে বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে বিষয়টি স্পষ্ট করেন সোহেল তাজ। তিনি লিখেছেন, "আপনারা অনেকেই আমার ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করেছেন। এটি একান্তই ব্যক্তিগত বিষয়। তবে দুইটি কমেন্ট শেয়ার করছি, যা থেকে আপনারা নিজেরাই বুঝে নিন কোনটি সত্য এবং কোনটি মিথ্যা।" পোস্টে তিনি কঠোর ভাষায় কিছু দলীয় সমর্থকদের সমালোচনা করে তাদের নিজের পেজ আনফলো করার আহ্বান জানান। সোহেল তাজের এই পোস্ট নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে, তবে তিনি তার ব্যক্তিগত জীবন নিয়ে আর কোনো ব্যাখ্যা দিতে রাজি নন বলে জানিয়েছেন।
No comments found


News Card Generator