close

লাইক দিন পয়েন্ট জিতুন!

সার্চ কমিটিকে কাজ শেষ করার নির্দেশ ক্রীড়া মন্ত্রণালয়ের

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
গত বছরের আগস্টে ক্রীড়াঙ্গনের সংস্কারের লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ৫ সদস্যের সার্চ কমিটি গঠন করে। শুরুতে দুই মাসের মধ্যে প্রতিবেদন দাখিলের কথা থাকলেও, গত অক্টোবরে কমিটি পুনর্গঠনের সময় নির্দিষ্ট সম..

অবশেষে ২০ মার্চ ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ কাবিরুল ইসলাম খান কমিটির আহ্বায়ক জোবায়েদুর রহমান রানার কাছে এক চিঠিতে জানান, আগামী ২০ এপ্রিলের মধ্যে অবশিষ্ট ফেডারেশন ও অ্যাসোসিয়েশনের অ্যাডহক কমিটি গঠন ও প্রয়োজনীয় সংস্কার প্রস্তাব পেশ করতে হবে।

উল্লেখযোগ্য সংখ্যক ফেডারেশন ও অ্যাসোসিয়েশনের অ্যাডহক কমিটি গঠিত না হওয়ায় অর্থ বরাদ্দ সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে। নির্দিষ্ট অর্থবছরের (জুলাই-জুন) মধ্যে সরকারী বরাদ্দ ব্যয় না হলে তা সরকারি কোষাগারে ফেরত যাবে, ফলে অনেক ফেডারেশন ও অ্যাসোসিয়েশন স্বাভাবিক কার্যক্রম চালাতে পারছে না।

এখন পর্যন্ত কয়েক দফায় কিছু ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। ১৪ নভেম্বর প্রথম দফায় ৯টি, ২৮ জানুয়ারি ৭টি এবং সর্বশেষ ১৮ মার্চ ৫টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদের অধিভুক্ত ৫৫টি ফেডারেশনের মধ্যে মাত্র ২১টির নতুন কমিটি হয়েছে। দ্রুত সময়ের মধ্যে বাকি ফেডারেশন ও অ্যাসোসিয়েশনগুলোর কমিটি গঠন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

לא נמצאו הערות