সাংবাদিকতায় ফেরার ঘোষণা ঘাটাইলের আশিকুর রহমানের
ঘাটাইল প্রতিনিধি:
দীর্ঘ বিরতির পর আবারও সাংবাদিকতা পেশায় সক্রিয়ভাবে ফিরে এসেছেন ঘাটাইলের পরিচিত মুখ আশিকুর রহমান। এক সময় ঘাটাইল অঞ্চলের নানা সমস্যা, উন্নয়ন, মানবিক গল্প এবং জনগণের দাবিদাওয়া তুলে ধরার মাধ্যমে সাংবাদিকতা জগতে আলোচিত হয়ে উঠেছিলেন তিনি। তবে ব্যক্তিগত কিছু কারণে বেশ কিছুদিন ধরে সাংবাদিকতা থেকে নিজেকে সরিয়ে রেখেছিলেন এই তরুণ।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক আবেগঘন স্ট্যাটাসে তিনি কিছুদিন আগে জানিয়েছিলেন, পারিবারিক সমস্যার কারণে তিনি সাংবাদিকতা পেশা থেকে সরে দাঁড়াচ্ছেন। সেই সময় তিনি লেখেন—
"সাংবাদিকতা পেশা থেকে নিজেকে অব্যাহতি দিলাম, পারিবারিক সমস্যার কারণে আপাতত আর এই পেশায় থাকছি না।"
তার এমন ঘোষণায় অনেকেই বিস্মিত হন এবং অনেক শুভানুধ্যায়ী তাকে ফিরে আসার আহ্বান জানান।
শেষ পর্যন্ত সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আবারও সাংবাদিকতায় ফিরলেন আশিকুর রহমান। সম্প্রতি একাধিক স্থানীয় সংবাদ কাভার করতে দেখা গেছে তাকে। স্থানীয়দের মতে, ঘাটাইলের খবর, সমস্যাগুলো যেভাবে আশিকুর তুলে ধরতেন, তা ছিল অত্যন্ত স্পষ্ট, নিরপেক্ষ ও মানবিক দৃষ্টিকোণ থেকে।
সাংবাদিকতায় ফিরে আসা প্রসঙ্গে আশিকুর রহমান জানান,
“অনেক দিন চুপচাপ ছিলাম, কিন্তু যখন দেখি ঘাটাইলের অনেক ঘটনা মিডিয়ায় সঠিকভাবে আসে না বা গুরুত্ব পায় না, তখন মনে হলো—নিজের জায়গা থেকে আবারও কিছু করা দরকার। সাংবাদিকতা আমার ভালোবাসার জায়গা। আবারও চেষ্টা করবো মানুষের কথা তুলে ধরতে।”
উল্লেখ্য, আশিকুর রহমান স্থানীয় পর্যায়ে বহু সামাজিক সমস্যা নিয়ে সরব ছিলেন। গ্রামের অবকাঠামো সমস্যা, রাস্তা, স্বাস্থ্যসেবা, শিক্ষাব্যবস্থা, গরিব অসহায় মানুষের কথা তিনি সাহসের সঙ্গে তুলে ধরতেন। শুধু খবর সংগ্রহ নয়, অনেক সময়ই মানবিক দিক বিবেচনা করে নিজেই সাহায্যের ব্যবস্থা করতেন।
তার ফিরে আসাকে কেন্দ্র করে স্থানীয় সাংবাদিক সমাজেও নতুন করে প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে। অনেকেই বলছেন, একজন নিবেদিতপ্রাণ ও সাহসী সাংবাদিক ফিরে আসায় ঘাটাইলের স্থানীয় সংবাদ কাভারেজে ইতিবাচক পরিবর্তন আসবে।
সাংবাদিকতায় আশিকুর রহমানের পুনরায় সম্পৃক্ততা শুধু ঘাটাইলের সাংবাদিক সমাজের জন্যই নয়, বরং সাধারণ মানুষের জন্যও একটি আশার খবর।