দৈনিক আজকের কুমিল্লা ও দৈনিক ভোরের কথার কুমিল্লা জেলা প্রতিনিধি এবং
বাংলাদেশ সাংবাদিক সমিতির সদর দক্ষিণ উপজেলা সভাপতি সাংবাদিক শাহ ফয়সাল কারীমের বিরুদ্ধে কোন রকম তদন্ত ছাড়াই সদর দক্ষিণ মডেল থানায় মিথ্যা মামলা দায়ের করা হয়েছে ।
২০ ডিসেম্বর রাতে মামলা দুটি দায়ের করা হয়। দুটি মামলায় তাকে তিন নম্বর আসামি করা হয়েছে।
এ ঘটনা জানার পর সাংবাদিক শাহ ফয়সাল কারীম সদর দক্ষিণ মডেল থানার ওসি মোহাম্মদ সিরাজুল মোস্তফাকে এ বিষয়ে অবহিত করলে ওসি জানান, তদন্ত করে মামলা থেকে নাম বাদ দিবেন বলে আশ্বাস দেন।
বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লা জেলা শাখার সভাপতি ইয়াছমিন রিমা, সহ - সভাপতি ওমর ফারুকী তাপস, সাধারণ সম্পাদক সাংবাদিক শাহাজাদা এমরান বলেন যুগ যুগ ধরে সাংবাদিকদের উপরে এরকম মিথ্যা অপবাদ ও মামলা দায়ের করে হয়রানি করা হচ্ছে, অতি দ্রুত প্রশাসন যেন মামলা প্রত্যাহার করে।বাংলাদেশ সাংবাদিক সমিতির পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
কুমিল্লা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু জানান, একজন সাংবাদিককে মিথ্যা মামলা দেওয়া জঘন্যতম অপরাধ। আশা করি অবিলম্বে প্রশাসন এ মিথ্যা মামলা প্রত্যাহার করবেন। কুমিল্লা প্রেসক্লাবের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
এ মিথ্যা মামলা দায়েরের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন কুমিল্লা রিপোর্টার্স ক্লাব, কুমিল্লা রিপোর্টার্স ইউনিটি ও ইউথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দরা।



















