সাংবাদিক আরিফুল ইসলাম আশার সুস্থতা কামনা সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা avatar   
এনটিভির ক্যামেরা পার্সন শেখ আরিফুল ইসলাম আশা হার্ট ফাউন্ডেশনে ভর্তি হয়েছেন কামনা করা হচ্ছে তাঁর শীঘ্রই সুস্থতার প্রতি..

শেখ আমিনুর হোসেন, জ্যেষ্ঠ প্রতিবেদক, সাতক্ষীরা: শারিরীক অসুস্থতার কারণে শহরের বেসরকারি ক্লিনিক হার্ট ফাউন্ডেশনে ভর্তি হয়েছেন সাতক্ষীরা টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি এনটিভির ক্যামেরা পার্সন শেখ আরিফুল ইসলাম আশা।

রবিবার (২০ এপ্রিল '২৫) কিডনী ও পিত্তথলির অপারেশন করানোর জন্য তিনি হার্ট ফাউন্ডেশনে ভর্তি হন। রাত ৮টায় এই অপারেশন করা হবে। এ ব্যাপারে তিনি সকলের দোয়া চেয়েছেন।

শেখ আরিফুল ইসলাম আশার সুস্থতা কামনায় বিবৃতি দিয়েছেন সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরাম (রেজিঃ নং ৫৮৩/০৪) এর নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দরা হলেন, সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক শেখ আমিনুর হোসেন, সিনিয়র সহ-সভাপতি মোশাররফ হোসেন আব্বাস, যুগ্ম-সম্পাদক শেখ বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ হেলাল উদ্দীন, অর্থ সম্পাদক মোতাহার নেওয়াজ মিনাল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাহফিজুল ইসলাম আক্কাজ, কার্যনির্বাহী সদস্য আনিছুর রহমান তাজু, আরীফ মাহমুদ, মোঃ আব্দুল মতিন, মোঃ জিয়াউর রহমান জিয়া ও এএইচএম তুমু।

Không có bình luận nào được tìm thấy