close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

সামান্য বৃষ্টি হলেই সড়কে হাঁটু সমান কাদা! 

Nayem Uddin avatar   
Nayem Uddin
****

 

নাইম উদ্দিন, পোরশা(নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর পোরশা উপজেলার গাঙ্গুরিয়া ইউনিয়নের কাদিপুর গ্রামের বোয়ালমারি ব্রিজ হইতে, কাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত। প্রায় ২ কি:মি: সড়ক এখন আকাশের বর্ষণে নাজেহাল দশায় পরিণত হয়েছে, ভোগান্তির শেষ নেই। আশেপাশের ১৫-২০ গ্রামের : ২০ -২৫ হাজার মানুষের। আছে ৪টি শিক্ষা প্রতিষ্ঠান,৩টি মসজিদ, ৩টি মোড়।

ভুক্তভোগীরা জানিয়েছেন, সড়কের এই দুরাবস্থার জন্য স্কুল প্রতিষ্ঠান খোলা থাকলেও শিক্ষার্থী আসতে পারেনা। বাজারে যেতে পারে না মানুষ জন। মসজিদে মসল্লী যাইতে পারেনা । রাস্তার পাশে হাজার খানেক হাজার হাজার ঘর বাড়ি মানুষ অবরুদ্ধ হয়ে পড়লেও কেউ আসেনী খোজ নিতে।

প্রতিবারে নির্বাচনের সময় চেয়ারম্যান মেম্বার কথা দিলেও কথা রাখেনী কোনো জনপ্রতিনিধি। নির্বাচনের পর খবর নেয়নি, বলে জানান স্থানীয় বাসিন্দারা। অসংখ্য কৃষক জানিয়েছেন, কৃষি প্রধান এই অঞ্চলটিতে হাজার হাজার মন ধান ও আম উৎপাদন হয়। রাস্তার কারণে বাজারে ধান ও আম কিংবাউৎপাদিত কৃষি পণ্য আমাদানী রফতানির অযোগ্য হয়ে পড়েছে। কৃষক কম দামে পা্ইকাড়দের কাছে ধান ও আম বিক্রয় করতে বাধ্য হলেও ভোগান্তি শেষ নেই।

ক”জন আম চাষি জানিয়েছেন, রাস্তার কারণে বাজারে নিয়ে ধান ও আম বিক্রি করা কিংবা সিজিন পণ্য বিক্রয় করা যাচ্ছেনা। এলাকার শিক্ষার্থীদের অভিযোগ,প্রতিবছর বর্ষার ছ’মাস তারা শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারে নাশুধুমাত্র রাস্তাটি কাঁচা হওয়ার কারণে । সাধারন মানুষের অভিযোগ, এই রাস্তাটির কারণে এই এলাকার মানুষের সাথে কেউ আত্মীয়তা করতে চায় না। ২০ বছর ধরে জন প্রতিনিধিরা প্রতিশ্রুতি দিয়ে ভোট নিয়ে আসছেন রাস্তার উন্নয়ন করে দিবেন,কিন্তু হয়নি।সরকারের কাছে জন সাধারনের দাবী চলাচলের জন্য অন্তত: রাস্তাটি পাকা করনের পাশাপাশি সাধারণ জনগণের ভোগান্তি ও উৎপাদিত কৃষি পণ্য বাজারজাত করে স্থানীয়দের আর্থিক ও সামাজিকভাবে স্বাবলম্বী করার স্বার্থে জরুরী ভিত্তিতে রাস্তাটির সংস্কার কাজ আসু প্রয়োজন বলে অনেকে মনে করেন। কিন্তু কে শোনে কার কথা বর্তমান ক্ষমতার দোলা চালে সরকারি আমলা স্থানীয় নির্বাচিত জনপ্রতিনিধি কারো নজর নাই রাস্তাটির উপর তাই নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছেন স্থানীয় বাসিন্দা।

لم يتم العثور على تعليقات